তোমাদের সবার জন্য দারুন খুশির খবর। তোমরা যারা রেলের চাকরি করতে চাও, তোমাদের জন্য দারুন সুযোগ। এখন বর্তমানে RRB Department এর তরফ থেকে Internal ভাবে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ৮৮৭৫ টি শূন্যপদে। যেখানে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে খুব শীঘ্রই। RRB (Railway Recruitment Board) এখন বর্তমানে NTPC (Non Technical Popular Categories) 12th Level & Graduate Level এর জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। তাই যে সমস্ত শিক্ষার্থীরা রেলের চাকরি পেতে চাও এই RRB NTPC New Vacancy 2025 সম্বন্ধে বিস্তারিত জেনে নাও।
পোস্টের নাম
RRB NTPC 12th Level এবং RRB NTPC Graduate Level অনুযায়ী পোস্টের নাম আলাদা আলাদা। ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। নিচে সমস্ত পোস্টের নামগুলো নিয়ে আলোচনা করা হলো।

RRB NTPC 12th Level Post
- Trains Clerk
- Commercial Cum Ticket Clerk
- Account Clerk cum typist
- Junior Clerk Cum Typist
RRB NTPC Graduate Level Post
- Station Master
- Goods Train Manager
- Traffic Assistant (Metro Railway)
- Chief Commercial-cum-Ticket Supervisor (CCTS)
- Junior Accounts Assistant cum Typist (JAA)
- Sr. Clerk cum Typist
মোট শূন্যপদ (RRB NTPC New Vacancy 2025)
সমস্ত 12th Level এবং Graduate Level পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৮৮৭৫টি।
NTPC 12th Level Post= 3058
NTPC Graduate Level Post= 5817
শিক্ষাগত যোগ্যতা
এখানে দুই ধরনের ক্যাটাগরির পোস্ট রয়েছে। তাই এখানে শিক্ষাগত যোগ্যতা ও আলাদা আলাদা রয়েছে। যেমন –
RRB NTPC (12th): এই ক্যাটাগরির মধ্যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ৫০% নাম্বার পেয়ে।
তবে SC/ST/PWD/ex-servicemen হলে শুধু উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে।
RRB NTPC-(Graduate): এখানে সমস্ত পোস্টে আবেদন করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। মিনিমাম নাম্বার পেয়ে পাস করলেই হবে।
বয়সসীমা (RRB NTPC Age Limit)
NTPC (12th): (১৮-৩৩) বছর
NTPC (Graduate): (১৮-৩৩) বছর
আবেদন পদ্ধতি( RRB NTPC Online Application Process)
এখন বর্তমানে অফিসিয়াল Details নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে। Details Full নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর অনলাইনে আবেদন করা যাবে। আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো।
কিভাবে অনলাইনে আবেদন করা যায় নিচে দেওয়া হলো।
১) প্রথমত, RRB Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর, Create an Account অপশন এ ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে। যেমন- তোমাদের নাম, বাবার নাম, আধার নম্বর, জন্মতারিখ, ইত্যাদি
৩) এবার Login করতে হবে। Dashboard এ যাওয়ার পর online application অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর পোষ্টের নাম সিলেক্ট করে RRB সিলেক্ট করতে হবে।
৫) আবেদন ফর্মটি খুলে যাবে, যেখানে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, পরীক্ষার সেন্টার, পরীক্ষার ভাষা, ঠিকানা, ইত্যাদি।
৬) এবারও যাবতীয় সমস্ত ডকুমেন্টস গুলোই আপলোড করতে হবে সঠিকভাবে। যেমন – মার্কশিট, ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ইত্যাদি।
৭) তারপর Application Preview চেক করবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে ফর্মটি সাবমিট করবেন। সাবমিট হওয়ার পর তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে পেমেন্ট করতে হবে।
৮) অনলাইনে টাকা পেমেন্ট করার পর, আবেদন ফর্মের ফাইনাল প্রিন্ট আউট বের করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।
সিলেকশন পদ্ধতি
- 1st Stage CBT
- 2nd Stage CBT
- Skill/CBAT Test
- Documents Verification
- Medical examination
তোমরা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় undergraduate পোস্টে আবেদন করলে কোনো কোনো পোস্টে স্কিল টেস্ট নেওয়া হবে। আর গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করলে CBAT test নেওয়া হবে।
প্রস্তুতি টিপস(Preparation Tips)
- ✅ গণিত, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়ুন।
- ✅ আগের বছরের প্রশ্নপত্র সমাধান করুন।
- ✅ নিয়মিত মক টেস্ট দিন।
- ✅ সঠিক টেবিল তৈরি করে পড়াশুনা শুরু করতে হবে।
👉কিভাবে সঠিক টাইম টেবিল তৈরি করবেন এবং পড়াশোনা শুরু করবেন?
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
Q1: RRB NTPC 2025 তে মোট কতটি পদ আছে?
Ans: মোট ৮,৮৭৫টি পদ অনুমোদিত।
Q2: ন্যূনতম যোগ্যতা কী?
Ans: ন্যূনতম ১২শ শ্রেণি উত্তীর্ণ। কিছু পদের জন্য গ্র্যাজুয়েশন লাগবে।
Q3: বয়সসীমা কত?
Ans: সাধারণত ১৮-৩৩ বছর। সংরক্ষিত ক্যাটাগরির জন্য ছাড় আছে।
Q4: কোথা থেকে আবেদন করতে হবে?
Ans: সংশ্লিষ্ট RRB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
▪️অফিশিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করুন
▪️অফিসিয়াল ওয়েবসাইট: Visit Here
▪️আরো চাকরির খবর: পড়ুন এখানে
তাই তোমরা যারা রেলের চাকরি পেতে চাও অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারো। তবে অফিশিয়াল সম্পূর্ণ নোটিফিকেশন এলে তোমাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করে রাখো।
Desclaimer: official Details নোটিফিকেশন আসার পর আবেদন করবেন। আবেদন করার আগে নিজে সম্পূর্ণ নোটিফিকেশন চেক করে নেবেন।

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।