RRB বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে RRB NTPC Graduate Level এর অফিশিয়াল নোটিফিকেশন। এবং NTPC Graduate Level Form Fill Up শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। যে সমস্ত শিক্ষার্থীরা রেলের চাকরি পেতে চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। এই RRB NTPC Graduate Level এর মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন চলছে।
তাই এই নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফর্ম ফিলাপ নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টের মাধ্যমে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
WBSSC Group C and D Syllabus 2025: সিলেবাস ও সেরা বইগুলি দেখুন
RRB NTPC Graduate Level Recruitment 2025 Details
Railway Recruitment Board অর্থাৎ RRB বোর্ডের তরফ থেকে NTPC (Non Technical Popular Categories) Graduate Level এর জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ৫৮১০ টি। যার জন্য আজ থেকে অর্থাৎ ২১ শে অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
পোস্টের নাম
- Chief Commercial Cum Ticket Supervisor
- Station Master
- Goods Train Manager
- Junior Account Assistant Cum Typist
- Senior Clerk Cum Typist
- Traffic Assistant
RRB NTPC Graduate Level Total Vacancy
এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৮১০ টি। তবে প্রতিটি পোষ্ট অনুযায়ী শূন্যপদ সংখ্যা নিচে দেওয়া হলো।
- Chief Commercial Cum Ticket Supervisor = ১৬১ টি
- Station Master = ৬১৫ টি
- Goods Train Manager = ৩৪১৬ টি
- Junior Account Assistant Cum Typist = ৯২১ টি
- Senior Clerk Cum Typist = ৬৩৮ টি
- Traffic Assistant = ৫৯ টি
যোগ্যতা ( Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা
এখানে যেকোনো পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করতে হবে। যেকোনো শাখা থেকে শুধু মাত্র গ্রাজুয়েশন পাস করলেই আবেদন করা যাবে।
বয়সসীমা
(১৮-৩৩) বছর। প্রতিটি পোষ্টের জন্য সমান বয়সসীমা রাখা হয়েছে। অর্থাৎ মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে, এবং ৩৩ বছর বয়সের নিচে হতে হবে।
তবে, Reserved Category দের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
RRB NTPC Graduate Level Online Form Fill Up 2025 ( কিভাবে আবেদন করতে হবে?)
কিভাবে RRB NTPC Graduate Level Online Apply করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, তোমাদের RRB Apply Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর, Create an Account অপশন এ ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে। যেমন- তোমাদের নাম, বাবার নাম, আধার নম্বর, জন্মতারিখ, ইত্যাদি
৩) এবার Login করতে হবে। Dashboard এ যাওয়ার পর online application অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর পোষ্টের নাম সিলেক্ট করে RRB সিলেক্ট করতে হবে।
৫) আবেদন ফর্মটি খুলে যাবে, যেখানে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, পরীক্ষার সেন্টার, পরীক্ষার ভাষা, ঠিকানা, ইত্যাদি।
৬) এবারও যাবতীয় সমস্ত ডকুমেন্টস গুলোই আপলোড করতে হবে সঠিকভাবে। যেমন – মার্কশিট, ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ইত্যাদি।
৭) তারপর Application Preview চেক করবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে ফর্মটি সাবমিট করবেন। সাবমিট হওয়ার পর তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে পেমেন্ট করতে হবে।
৮) অনলাইনে টাকা পেমেন্ট করার পর, আবেদন ফর্মের ফাইনাল প্রিন্ট আউট বের করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।
- CTET February 2026 Notification|CTET Exam Date 2026
- SSC CHSL Slot Selection: পরীক্ষার City, Shift এবং তারিখ নির্বাচন
- Rapido বুকিং: জানুন গাড়ি, বাইক ও অটো বুক করার পদ্ধতি, খরচ ও কাস্টমার কেয়ার নম্বর
- WBSEDCL Bill Payment: এবার নতুন পদ্ধতিতে পেমেন্ট করতে হবে! কিভাবে বিল জমা করবেন?
- জব কার্ড ডাউনলোড| WB Job Card Download Online|
Application Fees
এখানে অনলাইন আবেদন করার সময় আবেদনকারীকে Application fees পেমেন্ট করতে হবে। তবে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী আলাদা রয়েছে। যেমন –
General/OBC/EWS= ৫০০ টাকা।
তবে CBT I পরীক্ষা দেওয়ার পর ৪০০ টাকা ফেরত পাওয়া যাবে।
SC/ST/PWD/Female/Transgender/EBC= ২৫০ টাকা।
তবে CBT I পরীক্ষা দেওয়ার পর ২৫০ টাকা ফেরত পাওয়া যাবে।
Selection Procedure
RRB NTPC Graduate Level যে কোন পোস্টে আবেদন করলে মোট ৫ টি ধাপে সিলেকশন করা হবে। যেমন –
১) 1st Stage CBT Exam = ১০০ নাম্বার পরীক্ষা
২) 2nd Stage CBT Exam = ১২০ নাম্বার পরীক্ষা
৩) Computer Based Typing Skill Test/Computer Based Aptitude Test = Typing Skill Test নেওয়া হবে।
৪) Documents Verification = যাবতীয় ডকুমেন্টস যাচাই করা হবে।
৫) Medical Examination
আবেদনের শেষ তারিখ
অনলাইন আবেদন ২১ শে অক্টোবর থেকে শুরু হয়েছে। আবেদন চলবে ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
▪️RRB NTPC (Graduate) : Apply Now
▪️Official Notification: Download Now
▪️আরো চাকরির খবর: এখানে দেখুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।