যে সমস্ত শিক্ষার্থী ৩২৪৩৮ টি শূন্যপদে রেলের Group D পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল, তারা সবাই রেলের গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অপেক্ষা করছে। তবে এডমিট কার্ড ডাউনলোড করার আগে RRB Group D Exam City Intimation Slip চেক করতে হবে। আমরা প্রত্যেকেই জানি ২০২৫ সালের শুরুতেই এই Group-D এর জন্য অনলাইন আবেদন নেওয়া হয়েছিল। এবং তারপরে কোর্ট কেস হয়ে যায় 10th vs ITI নিয়ে। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো, কবে থেকে আপনারা রেলের গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন? কবে RRB Group D Exam City Intimation Slip চেক করতে পারবেন? এবং বর্তমানে RRB Group D Court Case Update কি রয়েছে? তাই অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
সম্পর্কিত পোস্ট পড়ুন
WBP Constable Admit Card Download| নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে হবে?
RRB Group D 2025 Overview
রেলের গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো।
পোস্টের নাম: Group D Level 1 Post
- ASSISTANT (S and T)
- ASSISTANT
(WORKSHOP) - ASSISTANT P.WAY
- ASSISTANT TL AND AC
- ASSISTANT TRACK
MACHINE - POINTSMAN-B
- TRACKMAINTAINER-IV
- Etc
যোগ্যতা (RRB Group D Qualification)
এই Job Vacancy এর জন্য দেশের ছেলে এবং মেয়েরা 10th/ITI পাশ যোগ্যতায় আবেদন করেছে।
Group D Age Limit (বয়সসীমা)
(১৮-৩৬) বছর, তবে SC/ST/PWD/Female/Transgender/EBC /ex-servicemen ছাত্র-ছাত্রীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হবে। এবং OBC ছাত্র-ছাত্রীদের জন্য বয়সে উর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়া হবে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে-
১) এই রেলের গ্রুপ-ডি পরীক্ষা কবে হবে?
২)কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন?
৩) কবে থেকে RRB Group D Exam City Intimation Slip চেক করতে পারবেন? ষ
৪) এবং রেলের Group D Court Case Update কি রয়েছে?
RRB Group D পরীক্ষা কবে থেকে?

রেলওয়ে বোর্ডের তরফ থেকে ৮ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। ওই নোটিশ অনুযায়ী RRB Group D পরীক্ষা হওয়ার কথা আগামী ১৭ ই নভেম্বর ২০১৫ তারিখ থেকে। কিন্তু বর্তমানে কোর্টের তরফ থেকে এই পরীক্ষা স্থগিত করে দেয়া হয়েছে। যার ফাইনাল শুনানি দেওয়া হয়েছে Dismissed.
RRB Group D New Exam Date

রেলওয়ে বোর্ডের তরফ থেকে ১৮ ই নভেম্বর ২০২৫ তারিখে আবার নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। RRB Group D পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৭ শে নভেম্বর ২০২৫ তারিখ থেকে এবং পরীক্ষা চলবে আগামী ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।
RRB Group D City Intimation Slip কিভাবে চেক করতে হবে?
আমরা প্রত্যেকেই জানি, RRB ভোরের তরফ থেকে সমস্ত পরীক্ষার যে তারিক ঘোষণা করা হয় ওই তারিখের ১০ দিন আগে থেকে City Intimation Slip Link জারি করা হয়। যেখানে সমস্ত পরীক্ষার্থী তাদের পরীক্ষার সেন্টার চেক করতে পারে। এখন বর্তমানে নতুন তারিখ ঘোষণা হওয়ার পর ১৯ নভেম্বর ২০২৫ তারিখ থেকে City Intimation Link Active করা হয়েছে। সবাই এখন বর্তমানে তাদের পরীক্ষার সেন্টার ও পরীক্ষার তারিখ চেক করতে পারবে।
- WBP Constable Result 2025-26| WBP Constable Cut Off| WBP Constable PET PMT কবে থেকে শুরু?
- West Bengal Higher Secondary Exam Routine 2026: সম্পূর্ণ রুটিন, বিষয়ভিত্তিক তারিখ ও গুরুত্বপূর্ণ তথ্য
- KVS NVS Exam City Intimation Slip 2026: পরীক্ষার তারিখ, City Slip ডাউনলোড ও Admit Card আপডেট
- West Bengal Madhyamik Pariksha 2026: পরীক্ষার তারিখ, বিষয়ভিত্তিক রুটিন ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- ১০ম/১২শ পাশের পর সেরা স্কিল: ডিগ্রি ছাড়াই ক্যারিয়ার গড়ার ৭টি উপায়
RRB Court Case Update
৩০ শে অক্টোবর CAT এর তরফ থেকে শুনানি দেওয়ার কথা ছিল। কিন্তু আবার নতুন তারিখ দেওয়া হয়েছিল ৪ নভেম্বর ২০২৫ তারিখ। কিন্তু আবার ৪ নভেম্বর কোর্টে কেস হওয়ার পর, ১২ নভেম্বর ফাইনাল শুনানি দেওয়া হয়। ১২ ই নভেম্বর ২০২৫ তারিখে কোর্ট কেস খারিজ করে দেওয়া হয় এবং Stay উঠিয়ে দেওয়া হয়।

তাই CAT এবং High Court এর তরফ থেকে কোর্ট কেস খারিজ করার পর, RRB বোর্ড নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে গত ১৮ ই নভেম্বর ২০২৫ তারিখে।
কিভাবে RRB Group D Admit Card Download করবে?
RRB Group D পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ হলে কিভাবে ডাউনলোড করবেন নিচে দেওয়া হলো।
১) প্রথমত RRB বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) RRB Group D Admit Card Download Link এ ক্লিক করতে হবে।
৩) তারপর, আপনার Registration Number, Date of birth এবং Captcha code বসিয়ে লগইন অপশন এ ক্লিক করতে হবে।
৪) লগইন করার পর, Admission Certificate অথবা Admit Card Download করতে হবে।
তবে সবার প্রথম আপনাকে RRB Group D City Intimation check করতে হবে। এবার আপনার যে তারিখে পরীক্ষা রয়েছে তার ঠিক ৪ দিন আগে থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যেমন ধরুন, আপনার পরীক্ষা রয়েছে আগামী ২৮ শে নভেম্বর ২০২৫ তারিখ, তাহলে আপনি আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আগামী ২৪ শে নভেম্বর ২০২৫ তারিখ থেকে।
পরীক্ষার সেন্টারে কি ডকুমেন্টস লাগবে? RRB Group D Exam Centre Documents
সমস্ত পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। পরীক্ষার সেন্টার এ কি কি ডকুমেন্টস যাচাই করা হবে নিচে আলোচনা করা হলো।
- এডমিট কার্ড ( কালার প্রিন্ট আউট)
- আধার কার্ড
- Photo ID যেকোনো একটি। যেমন -( ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মার্কসিট, গভর্মেন্ট আইডি, ইত্যাদি)
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি (3.5 CM * 4.5 CM)
এর সঙ্গে পরীক্ষার সেন্টারে আঁধার লিঙ্ক বায়োমেট্রিক অথেনটিকেশন করা হবে। এবং পরীক্ষার্থীদের ছবি তোলা হবে।
তাই RRB Group D এর সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে আবার পুনরায় নতুন তারিখ দেওয়া হয়েছে। সবাই নিজের City Intimation চেক করবে এবং পরীক্ষার তারিখের ৪ দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন।
▪️RRB Group-D Admit Card: Download
▪️RRB Group-D City Intimation Slip: 19/11/2025(Check Here)
▪️RRB Official Website: Visit Here
▪️সরকারি চাকরির খবর: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।