রেলের গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড|RRB Group D Exam City Intimation Slip

Spread the love

যে সমস্ত শিক্ষার্থী ৩২৪৩৮ টি শূন্যপদে রেলের Group D পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল, তারা সবাই রেলের গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অপেক্ষা করছে। তবে এডমিট কার্ড ডাউনলোড করার আগে RRB Group D Exam City Intimation Slip চেক করতে হবে। আমরা প্রত্যেকেই জানি ২০২৫ সালের শুরুতেই এই Group-D এর জন্য অনলাইন আবেদন নেওয়া হয়েছিল। এবং তারপরে কোর্ট কেস হয়ে যায় 10th vs ITI নিয়ে। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো, কবে থেকে আপনারা রেলের গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন? কবে RRB Group D Exam City Intimation Slip চেক করতে পারবেন? এবং বর্তমানে RRB Group D Court Case Update কি রয়েছে? তাই অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

WBP Constable Admit Card Download| নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে হবে?

RRB Group D 2025 Overview

রেলের গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো।

পোস্টের নাম: Group D Level 1 Post

  • ASSISTANT (S and T)
  • ASSISTANT
    (WORKSHOP)
  • ASSISTANT P.WAY
  • ASSISTANT TL AND AC
  • ASSISTANT TRACK
    MACHINE
  • POINTSMAN-B
  • TRACKMAINTAINER-IV
  • Etc

যোগ্যতা (RRB Group D Qualification)

এই Job Vacancy এর জন্য দেশের ছেলে এবং মেয়েরা 10th/ITI পাশ যোগ্যতায় আবেদন করেছে।

Group D Age Limit (বয়সসীমা)

(১৮-৩৬) বছর, তবে SC/ST/PWD/Female/Transgender/EBC /ex-servicemen ছাত্র-ছাত্রীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হবে। এবং OBC ছাত্র-ছাত্রীদের জন্য বয়সে উর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়া হবে।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে-

১) এই রেলের গ্রুপ-ডি পরীক্ষা কবে হবে?

২)কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন?

৩) কবে থেকে RRB Group D Exam City Intimation Slip চেক করতে পারবেন? ষ

৪) এবং রেলের Group D Court Case Update কি রয়েছে?

RRB Group D পরীক্ষা কবে থেকে?

RRB Group Exam Date
RRB Group D Exam Date Notification

রেলওয়ে বোর্ডের তরফ থেকে ৮ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। ওই নোটিশ অনুযায়ী RRB Group D পরীক্ষা হওয়ার কথা আগামী ১৭ ই নভেম্বর ২০১৫ তারিখ থেকে। কিন্তু বর্তমানে কোর্টের তরফ থেকে এই পরীক্ষা স্থগিত করে দেয়া হয়েছে। যার ফাইনাল শুনানি এখনো পর্যন্ত আসেনি।

তবে যতদূর সম্ভব, পরীক্ষা ১৭ ই নভেম্বর না হলেও নভেম্বর মাসের মধ্যেই এই পরীক্ষা নেওয়া হতে পারে।

RRB Group D City Intimation Slip কিভাবে চেক করতে হবে?

আমরা প্রত্যেকেই জানি, RRB ভোরের তরফ থেকে সমস্ত পরীক্ষার যে তারিক ঘোষণা করা হয় ওই তারিখের ১০ দিন আগে থেকে City Intimation Slip Link জারি করা হয়। যেখানে সমস্ত পরীক্ষার্থী তাদের পরীক্ষার সেন্টার চেক করতে পারে। সেই অনুযায়ী ৭ ই নভেম্বর থেকে RRB Group D City Intimation Link Active হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত লিঙ্ক Active করা হয়নি। এর একমাত্র কারণ হলো RRB Group D নিয়ে কোর্ট কেস।

RRB Court Case Update

৩০ শে অক্টোবর CAT এর তরফ থেকে শুনানি দেওয়ার কথা ছিল। কিন্তু আবার নতুন তারিখ দেওয়া হয়েছিল ৪ নভেম্বর ২০২৫ তারিখ। কিন্তু আবার ৪ নভেম্বর কোর্টে কেস হওয়ার পর, এখনো পর্যন্ত ফাইনাল শুনানি আসেনি।

RRB Group D Court Case Update 04.11.2025

তবে ৪ নভেম্বর ২০২৫ তারিখের পর নতুন কোনো ডেট শোনানো হয়নি। তাই শুধুমাত্র অপেক্ষা ফাইনাল অর্ডার জারি হওয়ার।

কিভাবে RRB Group D Admit Card Download করবে?

RRB Group D পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ হলে কিভাবে ডাউনলোড করবেন নিচে দেওয়া হলো।

১) প্রথমত RRB বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২) RRB Group D Admit Card Download Link এ ক্লিক করতে হবে।

৩) তারপর, আপনার Registration Number, Date of birth এবং Captcha code বসিয়ে লগইন অপশন এ ক্লিক করতে হবে।

৪) লগইন করার পর, Admission Certificate অথবা Admit Card Download করতে হবে।

তাই RRB Group D এর জন্য সমস্ত পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে। পরবর্তীতে কোর্টের তরফ থেকে ফাইনাল শুনানি দেওয়ার পর পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন এবং রেলওয়ে বোর্ডের ওয়েবসাইট গুলোতে চোখ রাখুন।

▪️RRB Group-D Admit Card: Coming soon

▪️RRB Group-D City Intimation Slip: Coming Soon

▪️RRB Official Website: Visit Here

▪️সরকারি চাকরির খবর: এখানে পড়ুন


Spread the love

Leave a Comment