আমাদের রাজ্যে শুরু হল জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। Job Card Aadhaar Link সবাইকে করতে হবে। এই লিংক না করলে জব কার্ড বাতিল হতে পারে এবং অনলাইন থেকে নাম কাটা যেতে পারে। তাই যাদের জব কার্ড রয়েছে তাদের প্রত্যেককে এই Job Card Aadhaar Link করতে হবে। এখন বর্তমানে Face Authentication এর মাধ্যমে শুরু হয়েছে Job Card Verification অথবা Job Card E-Kyc.
তাই এই জব কার্ডে আধার লিঙ্ক কিভাবে করবেন? ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? জব কার্ডের তালিকায় নাম আছে কিনা কিভাবে চেক করবেন? সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব এই পোষ্টের মাধ্যমে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
WB টোটো রেজিস্ট্রেশন: কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত তথ্য
কেন হচ্ছে এই ভেরিফিকেশন? Job Card E-Kyc
জব কার্ডের এই ভেরিফিকেশন কিংবা E-Kyc কিংবা Aadhaar link করার বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যা নিচে আলোচনা করা হলো-
- একটি পরিবারের জব কার্ডের সমস্ত সদস্যের ভেরিফিকেশন
- জব কার্ড থেকে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া।
- জব কার্ডের সাথে আধার লিঙ্ক এর মাধ্যমে দ্রুত ভেরিফিকেশন পদ্ধতি।
অর্থাৎ এক কথায় বলতে গেলে, জব কার্ডে যে সমস্ত পরিবারের সদস্যের নাম রয়েছে। তারা জীবিত আছে কিনা? তারা কাজ করছে কিনা? তাদের সবার নাম ভেরিফিকেশন করা অত্যন্ত জরুরী। তার জন্য এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এখানে Face Authentication এর মধ্য দিয়ে জব কার্ডে আধার লিঙ্ক করা হচ্ছে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন| Birth Certificate Online Apply| জানুন বিস্তারিত
কি কি ডকুমেন্টস লাগবে?
এই জব কার্ডে আধার লিঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হয়েছে।
- জব কার্ড
- আধার কার্ড
তবে জব কার্ডে যতজন পরিবারের সদস্যের নাম রয়েছে সবার আধার কার্ড লাগবে।
- AI Tools-এর সাহায্যে শিখুন ৫টি নতুন Digital Skill (ভবিষ্যতের জন্য সেরা)
- ১৯ বছরের দেবব্রত মহেশ রেখে: ২০০ বছর পর সম্পন্ন করলেন ঐতিহাসিক Dandakrama Parayanam|Who is Devavrat Mahesh Rekhe?
- ভোটার লিস্ট 2025 পশ্চিমবঙ্গ ডাউনলোড|voter list 2025 west bengal pdf download with photo
- কম পড়াশোনা করেও এই ৭টি স্কিল শিখে চাকরি ছাড়াও আয় করুন|Best 7 Skills To Earn Money
- Kolkata Police Constable/Lady Constable Admit Card Download| KP Constable Admit Card 2025
কিভাবে Job Card Aadhaar Link করবেন?
জব কার্ডে আধার লিঙ্ক অনলাইনে করা যাবে না। তাছাড়া অনলাইনে কোনরকম ভেরিফিকেশন করা যাবে না। এই Job Card Aadhaar Link করার জন্য আপনার বুথ অফিসে গিয়ে লিঙ্ক করতে হবে। এখন বর্তমানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রতিটি বুথে বুথে এই কাজ শুরু হয়েছে। পঞ্চায়েতের যে সমস্ত সহায়ক কর্মী/Oparator রয়েছে তারাই এই কাজটি করছে। তাই আপনাদের জব কার্ড ও আধার কার্ড নিয়ে পঞ্চায়েত বুথ অফিসে যেতে হবে এবং এই লিংক করতে হবে।
তবে একটা কথা মনে রাখবেন, আপনার জব কার্ডের মধ্যে যত জন সদস্যের নাম রয়েছে, প্রত্যেককে যেতে হবে। কারণ ওখানে face authentication করা হবে।
কিভাবে জব কার্ড তালিকায় নিজের নাম চেক করবেন?
এখন বর্তমানে অনেকের ফিজিক্যাল জব কার্ড নেই। কিন্তু আপনাদের নাম অনলাইনে জব কার্ডের তালিকায় থাকতে পারে। তাই আপনার নাম জব কার্ডের তালিকায় আছে কিনা, কিভাবে অনলাইনে চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত, আপনাদের NREGA Official Website এ যেতে হবে।
২) তারপর অফিশিয়াল ওয়েবসাইট এর উপরের দিকে Login অপশন এ ক্লিক করুন। তারপর Quick Access ➡️State Reports.
৩) State Reports অপশন এ ক্লিক করার পর West Bengal অপশনে ক্লিক করুন।
৪) এবার আপনার জেলার নাম ➡️ ব্লকের নাম ➡️ পঞ্চায়েত এর নাম সিলেক্ট করুন।
৫) তারপর Gram Panchayat Reports দেখাবে। এখানে প্রথম সেকশন এর মধ্যে Job Card/Employment Register অপশনে ক্লিক করুন।
৬) আপনার পঞ্চায়েতের অধীনে যতগুলো জব কার্ড রয়েছে সম্পূর্ণ তালিকা খুলে যাবে। এখানে আপনার নাম আছে কিনা সার্চ করুন। যদি নাম থাকে নামের বামদিকে জব কার্ডের নাম্বার পেয়ে যাবেন।
৭) জব কার্ডের নাম্বার এর ওপরে ক্লিক করলে যাবতীয় তথ্য খুলে যাবে। যেমন – পরিবারের সদস্যের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন এর তারিখ, ইত্যাদি।
তাই যাদের জব কার্ড রয়েছে অবশ্যই নিজের বুথ অফিসে গিয়ে আধার লিঙ্ক করে নিন। বুথ অফিসে যাওয়ার সময় আপনার জব কার্ড এবং পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড নিয়ে যাবেন। ওইখানে face authentication এর মধ্য দিয়ে ভেরিফিকেশন করা হবে। যদি আপনাদের এই সম্মান দিয়ে কোন প্রশ্ন থাকে নিজে কমেন্ট করতে পারেন।
▪️ NREGA Official Website: Visit Here
▪️Job Card List Check: Official Website
▪️ সরকারি প্রকল্প: এখানে ক্লিক করুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।