এখন বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরি গুলির মধ্যে অনেক এমন Govt Jobs রয়েছে যেগুলি শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে বেতন ও খুব ভালো রয়েছে। মাধ্যমিক পাশেই সরকারি চাকরি অনেক রয়েছে যেখানে আবেদন করলে বেতন হবে শুরুতেই ২৫-৩০ হাজার টাকা।
তবে অনেকেই জানেন না শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কি কি রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরি রয়েছে? কোন ডিপার্টমেন্টে চাকরি হবে? কোন পোস্টে চাকরি হবে, ইত্যাদি
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই টপিকে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে, যা অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনি সমস্ত কিছু জানতে পারবেন। তাই যদি আপনি 10th Pass যোগ্যতায় একটি সরকারি চাকরি করতে চান তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
মাধ্যমিক পাশেই সরকারি চাকরি
শুধুমাত্র মাধ্যমিক পাশেই সরকারি চাকরি! এই কথাটা শুনলে অনেকের হয়তো মনে হতে পারে যে এখানে কোনো Minimum নাম্বারের প্রয়োজন নাকি আবেদন করার জন্য? তাহলে আপনাদের বলে রাখি এখানে প্রায় সমস্ত চাকরির জন্য কোনোরকম মিনিমাম Number % এর প্রয়োজন হয় না। শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে পাশ করলেই হবে। তবে কিছু কিছু চাকরি এমন রয়েছে যেখানে ৫০% নাম্বার পেয়ে পাশ করতে হবে। তবে নিচে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মাধ্যমিক পাশ ছাত্রদের জন্য শীর্ষ ১০টি সরকারি চাকরি
নিচে সমস্ত চাকরি গুলোর জন্য বিস্তারিত তথ্য ধাপে ধাপে দেওয়া হলো –

SSC Board Jobs
SSC অর্থাৎ Staff Selection Commission একটি কেন্দ্র সরকারের অধীনে সংস্থা যার তরফ থেকে প্রতিবছর লক্ষ লক্ষ শূন্য পদে Job Vacancy /নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে যেখানে চাকরি গুলির মধ্যে অনেক পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায়।
SSC Board এর তরফে প্রতিবছর একটি Tentative Examination Calander প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তি গুলো আসে। তাই আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই SSC বোর্ডের চাকরি গুলোর জন্য পরীক্ষায় বসতে পারেন।
এবার দেখে নিন SSC বোর্ডের দ্বারা প্রকাশ হওয়া ভিন্ন ভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি গুলির মধ্যে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন।
SSC MTS & Havaldar Jobs
SSC বোর্ডের দ্বারা প্রতিবছর MTS অর্থাৎ Multi Tasking Staff and Havaldar Post এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয় যার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যায়। এই পোস্টে আবেদন করলে কেন্দ্র সরকারের অধীনে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পাবেন।
Age Limit: (১৮-২৫) Year For UR
Salary: ১৫-২০ হাজার প্রতি মাসে।
SSC GD Jobs
SSC GD অর্থাৎ General Duty এর Vacancy ও SSC /Staff Selection Commission -এর তরফে প্রতিবছর প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এবার GD এর মধ্যে মোট আটটি Force এ নিয়োগ করা হয়। যেমন –
- BSF= Border Security Force
- CISF = Central Industrial Security Force
- CRPF = Central Reserve Police Force
- ITBP= Indo Tibetan Border Police Force
- SSB = Sashastra Seema Bal
- SSF = Secretariat Sequity Force
- AR = Aasaam Rifles
- NCB = Narcotics Control Bureau
Age Limit: (১৮-২৩) Year For UR
Salary: ২১৭০০- ৬৯১০০ টাকা প্রতি মাসে।
প্রতি মাসে মিনিমাম ২৪-২৫ হাজার টাকা বেতন পাবেন।
যাদের চাকরির সঙ্গে সঙ্গে দেশ সেবা করার ইচ্ছা রয়েছে তাদের জন্য এটি দারুন সুযোগ। এখানে আবেদন করার জন্য মিনিমাম নাম্বার পাওয়ার দরকার নেই শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করা যায়।
SSC Phase Exam
কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যখন কম পরিমাণ Vacancy থাকে তখন সমস্ত ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি মিলিয়ে এই SSC Phase Job Vacancy বের করা হয়। তার জন্য এখানে ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করা যায়। e.g. – Clerk, Fireman, Store Keeper, Laboratory Assistant, Health Worker, Cook and Field Assistant, etc
Age Limit: (১৮-৩০) Years
Salary: এখানে ভিন্ন ভিন্ন পোস্টে বেতন ভিন্ন হয়ে থাকে। তবে মিনিমাম প্রতি মাসে ২৫-৩০ হাজার টাকা বেতন পাওয়া যাবে।
এবার এই সমস্ত পোস্টেও আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। তবে এর মধ্যে কিছু কিছু পোস্ট এমন রয়েছে যেখানে যোগ্যতা চাওয়া হয়- উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ। তবে আপনাকে নোটিফিকেশন দেখে আবেদন করতে হবে যে সমস্ত পোস্টের যোগ্যতা রয়েছে- মাধ্যমিক পাশ।
Defence Releted Jobs
অন্যান্য চাকরি গুলির মত Defence Department এর বিভিন্ন চাকরি রয়েছে যার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায়। নিচে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো-
BSF Constable Tradesman
Border Sequrity Force এর অধীনে নির্দিষ্ট সময় অন্তর কনস্টেবল ট্রেডসম্যান এই পোস্টে চাকরির বিজ্ঞপ্তি বের করা হয় যেখানে শুধুমাত্র 10th পাশে আবেদন করা যায়।
Age Limit: (১৮-২৫) Years
Salary: ২১৭০০- ৬৯১০০ টাকা প্রতি মাসে।
MES MTS Jobs
এটি একটি Indian Army এর মধ্যে একটি সংস্থা MES= Military Engeneering Service যার তরফ থেকে MTS (Multi Tasking Staff)পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানেও তোমরা আবেদন করতে পারো।
Age Limit: (১৮-৩০) Years
Salary: ১৮০০০- ৫৬৯০০ টাকা প্রতি মাসে।
Indian Navy MR
Indian Navy তরফে MR = (Matric Recruit ) এই চাকরির জন্যও সময় সময়ে বিজ্ঞপ্তি বের হয়। এই Indian Navy MR Vacancy এর জন্য আবেদন করলে Stewart, Sanitary Hygienist, Chef, Etc পোস্টে কাজ করতে হয়।
Age Limit: (১৭.৫- ২১) Years
Salary: ২১-২২ হাজার টাকা প্রতি মাসে।
Indian Army Soldier
Indian Army এর তরফ থেকে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি বের করা হয় যার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায়।
Age Limit: (১৮-২১) Years
Salary: ২১৭০০- ৬৯১০০ টাকা প্রতি মাসে।
এবার কোন সময় কোন চাকরির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে? কবে কোন পোস্টে আবেদন শুরু হচ্ছে? এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আপনি চাইলে আমাদের Examhelpbangla ইউটিউব চ্যানেল Follow করতে পারেন।
Railway Jobs
অনেকে হয়তো এমন রয়েছে, যারা ভাবে যে কম যোগ্যতায় রেলের চাকরি পাওয়া যাবে না। কিন্তু কথাটি একদম ভুল, শুধুমাত্র মাধ্যমিক পাশ করেও রেলের ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করা যায় এবং চাকরিও পাওয়া যায়।

তাই কোনোরকম অভিজ্ঞতা/Experience ছাড়াই, Extra সার্টিফিকেট ছাড়াই, শুধুমাত্র মাধ্যমিক পাশে রেলের কোন কোন চাকরি গুলি রয়েছে যার জন্য আপনারা আবেদন করতে পারবেন নিচে বিস্তারিত দেওয়া হলো-
RPF Constable
RPF= Railway Protection Force
শুধুমাত্র মাধ্যমিক পাশে রেলের চাকরি গুলির মধ্যে RPF কনস্টেবল পদে চাকরি খুব জনপ্রিয়। তার জন্য প্রতিবছর লাখ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে থাকেন। এবং এই পদে চাকরি পাওয়ার পর আপনি রেল পুলিশ কনস্টেবল হিসাবে কাজ করতে পারবেন।
Age Limit: (১৮-২৫) Years For UR
Salary: প্রতি মাসে ২৭৯০০ টাকা – ৩০০০০ টাকা প্রায়।
RRB Group D Exam
এই Group D Exam Conduct করে Railway Recruitment Board.
আমাদের ভারতবর্ষের বিভিন্ন জনপ্রিয় পরীক্ষা গুলির মধ্যে রেলের গ্রুপ-ডি এমন একটি পরীক্ষা, যার জন্য প্রতিবছর লক্ষাধিক ছাত্র-ছাত্রী আবেদন করে থাকে এবং পরীক্ষায় বসে থাকে যা Railway Recruitment Board দ্বারা Conduct করানো হয়।
তবে এই RRB Group D Vacancy-এর মধ্যে অনেকগুলি পোস্ট থাকে যার মধ্যে কিছু কিছু পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যায় এবং অন্যান্য পোস্টে 10+ITI পাশ যোগ্যতায় Apply করা যায়।
Age Limit: (১৮-৩৩) For General/UR
Salary: প্রতি মাসে ২২-২৫ হাজার টাকা বেতন(প্রায়)।
- ITI করে কোন চাকরি পাওয়া যায়? Best ITI Trade
- NEET পরীক্ষা কি? বিস্তারিত তথ্য জানুন বাংলাতে
- জেরক্স ও অনলাইন দোকান কিভাবে খুলবেন? প্রতি মাসে ২০ হাজার টাকা
- পশ্চিমবঙ্গে BDO অফিসার কিভাবে হবেন? বিস্তারিত জানুন
West Bengal Govt Job Vacancy
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অনেক এমন এমন চাকরির পরীক্ষা রয়েছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশে Application করতে পারবেন।
WBP Constable Jobs
West Bengal Police Recruitment Board এর তরফে কনস্টেবল পোস্টের জন্য বিজ্ঞপ্তি বার করে। তার জন্য ছেলেমেয়েরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারে।
Age Limit: (১৮-৩০) Year For UR
Salary: Level 6 অনুযায়ী প্রতি মাসে প্রায় ২৫- ৩০ হাজার টাকা বেতন।
Kolkata Police Constable
শুধুমাত্র মাধ্যমিক পাশে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের কনস্টেবল পদে ও আবেদন করা যায়। West Bengal Police Recruitment Board এর তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়া করানো হয়। এখানে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হয়ে থাকে।
Age Limit: (১৮-৩০) Year For General/UR
Salary: প্রতি মাসে (২২৭০০ টাকা – ৫৮৫০০ টাকা) প্রায়।
Excise Constable
West Bengal Excise Department এই তরফে Excise কনস্টেবল পদের জন্য Application নেওয়া হয়, শুধুমাত্র মাধ্যমিক পাশে।
মূলত এখানে কাজ পেলে, অবৈধভাবে মদ বিক্রি রোধ করা এবং মদ প্রচার রোধ করা, বিভিন্ন মদ দোকান , Bar, Hotel এর লাইসেন্স চেক করা, ট্যাক্স সংক্রান্ত বিষয় যাচাই করা, ইত্যাদি। এখানে তাই Office Duty and Field Duty করতে হয়।
Age Limit: (১৮-২৭) Year For General Category
WB Food SUB Inspector Job
WBPSC অর্থাৎ West Bengal Public Service Commission এর তরফ থেকে Food Sub Inspector পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বার হয়, যার জন্য শুধুমাত্র 10th Pass যোগ্যতায় আবেদন করা যায়।
এখানে কাজ পেলে খাদ্যের Quality Check, বিভিন্ন Food Industry তে তদন্ত করা, Food Safety বজায় রাখা, খাদ্য গ্রহণ সম্বন্ধে Awareness দেওয়া, ইত্যাদি কাজ করতে হয়।
Age Limit: (১৮-৪০) Year
Salary: ২২৭০০- ৫৮৫০০ টাকা প্রতি মাসে।
Post Office Jobs
কম শিক্ষাগত যোগ্যতায় সরকারি চাকরি পেতে হলে পোস্ট অফিসের চাকরি সবার জন্য একটি দারুন Opportunity . কারণ এখানে চাকরি পেলে সরকারের অধীনে আপনাদের চাকরি হবে। পোস্ট অফিসে চাকরি হলে এখানে চিঠি পাঠানো, অফিসে বসে কাজ, ইমেইল পাঠানো ইত্যাদি কাজ করতে হয়।

এবার এই পোস্ট অফিসের চাকরি গুলোর মধ্যে কোন কোন পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায় নিচে দেওয়া হলো –
Post office GDS Jobs
যদি শুধুমাত্র মাধ্যমিক পাশে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পেতে হয় তাহলেই এই post office GDS vacancy এর জন্য অনলাইন আবেদন করতে পারেন।
Age Limit: (১৮-৪০) Year For UR
Salary: প্রতি মাসে ১০০০০ টাকা – ২৪৪৭০ টাকা।
তবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সাইকেল চালানো জানতে হবে এবং আপনার একটি 6 Month Computer Certificate থাকলে খুব ভালো।
আপনার Madhyamik Marksheet এ যে নাম্বার রয়েছে আপনি যত নাম্বার পেয়েছেন ওই নাম্বারের ভিত্তিতে Merit List বের হয়। এবং মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর জন্য ডাকা হয়ে থাকে। Documents Verification এ পাশ করলেই কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশনে সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকলেই চাকরি পাওয়া যায়।
Post Guard/ Peon/ Mail Guard
India Post office Department তবে সময় সময় এইরকম ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন নেওয়া হয়, যার জন্য শিক্ষার্থীরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারে। এখানে চাকরি পেলে Mail Delivery, চিঠি পাঠানো, Report তৈরি করা, ইত্যাদি কাজ করতে হয়।
Age Limit: (১৮-২৭) Year
Salary: ২১৭০০- ৬৯১০০ টাকা প্রতি মাসে।
Others Jobs
উপরের দেওয়া এই সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তি বাদেও বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যায়। যেমন –
- Home Guard Vacancy
- Bank Clerk Vacancy
- Verious Organisation Peon Vacancy
- Group D Worker Vacancy
- Multi Tasking Staff
- Assistant, LDC , Etc
ভবিষ্যতের সুযোগ সুবিধা
মাধ্যমিক পাশে চাকরি পাওয়ার পর পরবর্তীতে Department-এর Exam দিয়ে Promotion পাওয়ার সুযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি মাধ্যমিক পাশের পর কম বয়সে চাকরি পেয়ে যাচ্ছেন , তাই অনেকদিন পর্যন্ত Service/চাকরি করার সুযোগ রয়েছে। এবং আপনি চাইলে চাকরি করার সাথে সাথে অন্য কোন Higher Level Job Vacancy এর জন্য Preparation নিতে পারেন এবং চাকরির পরীক্ষা দিতে পারেন।
উপসংহার
তাই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন, যেকোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরির অভাব নেই , শুধুমাত্র আপনাদের সঠিকভাবে, সঠিক নিয়মে ,খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ এখন যেহেতু Competition অনেকটাই বেশি, তাই আপনি যদি চাকরি পেতে চান তার জন্য আপনাকে সেই ভাবে Preparation নিতে হবে।
Frequently Asked Questions
শুধুমাত্র মাধ্যমিক পাশে চাকরি পাওয়া সম্ভব?
হ্যাঁ অবশ্যই সম্ভব, কেন্দ্র এবং রাজ্য সরকারের অনেক পোস্ট রয়েছে, যেখানে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশে চাকরি পেতে পারেন।
মাধ্যমিক পাশে চাকরির বেতন কি রকম?
দপ্তর অনুযায়ী, পোস্ট অনুযায়ী বেতন নির্ভর করে। তবে মিনিমাম ২০-২৫ হাজার টাকা বেতন পাওয়া যাবে।
SSC Official Website: Visit Here
কম খরচে লাভজনক ব্যবসা কিভাবে শুরু করবেন: এখানে পড়ুন
Our Homepage: Visit Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
4 thoughts on “মাধ্যমিক পাশেই সরকারি চাকরি|সেরা ১৫ টি চাকরি”