অনলাইনে বাড়িতে বসে ইনকাম করার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে Facebook একটি এমন প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই Facebook থেকে টাকা আয় করতে পারেন। তবে Competition এর বাজারে সঠিক পথে সঠিকভাবে এগুলোই ইনকাম করা সম্ভব।
Facebook থেকে টাকা আয় ২০২৫
Facebook এ ৩০০ কোটি এর বেশি User রয়েছে এবং যার জন্য Facebook-এ খুব তাড়াতাড়ি Content ভাইরাল হয়। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনিও প্রতিমাসে ভালো টাকা ইনকাম করতে পারেন।
২০২৫ সালে ঘরে বসে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে Facebook থেকে টাকা আয় করা আর কল্পনা নয়—এই ৭টি সেরা টিপস মেনে চললে আপনিও শুরু করতে পারবেন আপনার নিজের ইনকাম তাও খুব সহজেই।
তাই আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে বলবো কিভাবে একটি Facebook Page তৈরি করবেন? Facebook Page তৈরি করার পর কয়টি উপায়ে ইনকাম করা সম্ভব? এবং কিভাবে টপিক নির্বাচন করবেন? কিভাবে শুরু করবেন? ইত্যাদি তাই অবশ্যই এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
Facebook Page তৈরি করুন?
Niche/টপিক নির্বাচন:
ফেসবুক পেজ তৈরি করার আগে আপনাকে অবশ্যই Decide করতে হবে আপনি কোন টপিকে ফেসবুক পেজটি তৈরি করবেন। সঠিক Topic না নির্বাচন করার কারণে অনেক Facebook Page Successful হয় না।
তাই আপনাদের সুবিধার্থে নিচে কয়েকটি উদাহরণসহ Niche/Topic দেওয়া হলো:
Education Niche: Job Update, জেনারেল নলেজ, পরীক্ষার টিপস, ইত্যাদি
Health Topic : হেলথ টিপস, Home Remedies, Fitness, ইত্যাদি।
Technology: মোবাইল ফোন রিভিউ, App & Software Review, Tech & Gadgets Review, Etc
Motivational: Story, সফলতার গল্প, ইত্যাদি
Entertainment : হাসির Funny Video, Memes Video, Short Film, Comady, ইত্যাদি।
Cooking Niche : রান্নার রেসিপি

Facebook Page সঠিক নিয়মে তৈরি করুন
Facebook থেকে টাকা আয় ২০২৫ সালে কিভাবে শুরু করবেন আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলছি ভালো ভাবে মন দিয়ে পড়ুন।
Facebook Page তৈরি করার আগে আপনাকে একটা Facebook Profile তৈরি করতে হবে। Profile তৈরি করার জন্য – 1) Mobile Number, 2) Email id, 3) Personal Details : যেমন- নাম, বাবার নাম, ছবি, ইত্যাদি দরকার।
এবার Profile তৈরি করার পর একটি Professional Page তৈরি করতে হবে আপনি যেখানে ছবি Post করবেন, Video, Reel পোস্ট করবেন, এবং টাকা ইনকাম করবেন।
নিচে একটি Professional Facebook Page তৈরি করার Full Steps আলোচনা করা হলো:
1. Profile Picture এ ক্লিক করে Page Option এ ক্লিক করুন। এবার +Create অপশনে ক্লিক করে Get Started অপশনে ক্লিক করুন।
2. Page এর নাম দিন আপনার পছন্দ অনুযায়ী, কিন্তু একটু ছোটো রাখার চেষ্টা করবেন।
3. সঠিকভাবে Page Category সিলেক্ট করুন। যেমন – Blogger, Public Figure, Video Creator, Health/Beauty, Musician/Band, etc
4. Page Category Selection করে Create অপশনে ক্লিক করুন, আপনার পেজ তৈরি হয়ে যাবে।
5. Page তৈরি হয়ে যাওয়ার পর একটা সুন্দর Bio লিখুন, যেমন – যদি রান্নার page হয় তাহলে দিতে পারেন – “প্রতিদিন সুস্বাদু রান্নার রেসিপি”
6. এবার আপনার পেজটি কি আরো সুন্দর করার জন্য পেজে Cover Photo এবং Profile Picture দিন। এই সমস্ত Photo গুলি আপনি Canva App থেকে ফ্রিতে তৈরি করতে পারবেন।
Canva App দিয়ে কিভাবে ফ্রিতে ছবি তৈরি করবেন এই নিয়ে আপনারা কমেন্ট করলে একটি বিস্তারিত পোস্ট দেওয়ার চেষ্টা করবো।
7. আপনার Page এ কিছু Setting ঠিক করুন:
▪️Turn on messaging
▪️Add WhatsApp for business inquiry
▪️Enable reviews if service-based.

Facebook থেকে ইনকাম করার ৭টি কার্যকর উপায়
Facebook থেকে টাকা আয় করার অনেক রকম পদ্ধতি রয়েছে। Facebook থেকে টাকা আয় ২০২৫-এর ৭ টি কার্যকর উপায় আপনাদের বলছি যেগুলোর দ্বারা আপনারা ইনকাম করতে পারবেন খুব সহজেই। নিচে ৭টি পদ্ধতি দেওয়া হলো:
- Facebook Page Monetization
- Facebook Reels Bonus Program
- Affiliate Marketing
- Facebook Group দিয়ে ইনকাম
- Facebook Marketplace
- Digital Products বিক্রি করা
- Brand Collaboration
Facebook Page Monetization
ফেসবুক থেকে ইনকাম করার প্রধান উপায় হল Facebook Page Monetization. এই Monetization Programme আপনার পেজে ON থাকলে আপনার শেয়ার করা “Photo পোস্ট” এবং “Video Post” থেকে আপনি ইনকাম করতে পারবেন ,In Stream Ads এবং Facebook Star ⭐ এর মধ্য দিয়ে।
Monetization এর শর্ত: ফেসবুক থেকে টাকা আয় করতে হলে সাধারণভাবে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকা দরকার। তবে শুধু ফলোয়ার না, 600,000 মিনিটের ভিডিও Watch Time (শেষ 60 দিনে)।
Facebook Reels Bonus
এখন বর্তমানে ফেসবুক এর নতুন আপডেট অনুযায়ী আপনি Facebook Reels অর্থাৎ Facebook Shorts বানিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। আপনার Reels Video তে যেমন Views আসবে সেই ভাবে টাকা ইনকাম করতে পারবেন।
Facebook Affiliate Marketing
প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকামের সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে Facebook Affiliate Marketing. Amazon, Meesho, Flipkart-এর Affiliate Program-এ Join করে আপনি Facebook Post-এর মধ্যে Link শেয়ার করতে পারেন। Link থেকে বিক্রি হলে আপনি কমিশন পাবেন।
Facebook Group বানিয়ে Income
আপনারা চাইলে নতুন নতুন গ্রুপ তৈরি করেও ইনকাম করতে পারেন।একটি নিত্যনতুন Group তৈরি করে, সেখানে Knowledge Share বা Discussion চালিয়ে আপনি Paid Membership বা Brand Promotion নিতে পারেন।
Facebook Sponsored Post & Brand Promotion
যেকোনো কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের পোস্ট অথবা Brand Promotion করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে এই পদ্ধতিতে Earning করার জন্য আপনার পেজটিতে ভালো পরিমান Followers থাকতে হবে।
নিজের Digital Product তৈরি?
আপনার যদি নিজস্ব কোন ডিজিটাল প্রোডাক্ট থাকে যেমন- Ebook, Pdf, Software, Canva Template, Course,Etc তাহলে আপনি ওইগুলি Sell করে Earn করতে পারেন।
Facebook Marketplace income
ফেসবুক- এর মধ্যে Marketplace একটি অপশন রয়েছে যেখানে আপনি দেখবেন অনেক মানুষজন বিভিন্ন ধরনের Products Add করে রেখেছে এটাই হচ্ছে Facebook Marketplace.
যেখানে আপনি নিজের তৈরি প্রোডাক্ট অথবা আপনার Local Items/ প্রোডাক্ট আপনি Add করে নির্দিষ্ট Margin /লাভ রেখে ইনকাম করতে পারেন।
উদাহরণ: আপনার বাড়ির কাছে একটি Bike Showroom আছে সেখানে আপনি গিয়ে দাম বুঝলেন একটি 2nd Hand Hero বাইকের দাম 50000 টাকা।
এবার আপনি ওই বাইকের ছবি তুলে Facebook Marketplace এ Listings করতে পারেন এবং Margin/লাভ রেখে দাম দিলেন 55000 টাকা। তাহলে আপনার Marketplace থেকে যদি কেউ ওই বাইকটি কিনতে চায় এবং আপনার সঙ্গে যোগাযোগ করে বাইকটি কিনে নেয় তাহলে বাইক শোরুমে ৫০০০০ টাকা দেওয়ার পরও আপনার হাতে 5000 টাকা থেকে যাবে, এভাবে আপনি ইনকাম করতে পারবেন।
Bonus Tips
Facebook Page Grow করার জন্য কিছু গুরুত্বপূর্ণ Tips দিচ্ছি যেগুলো আপনি কাজে লাগাতে পারেন:
- প্রতিদিন পোস্ট করুন, তা হতে পারে ছবি Post, Reels Video, Long Video, Live ইত্যাদি
- প্রতিটি পোস্টে হ্যাশট্যাগ (#) ব্যবহার করুন।
- কোথাও থেকে কপি পেস্ট না করে নিজের কনটেন্ট তৈরি করুন।
- আপনার দেওয়া ভিডিও, ছবি, Reels কোনটিতে বেশি ভিউ আসছে, কোনটির Engagement বেশি, সেইগুলি Analysis করে বোঝার চেষ্টা করুন।
- প্রতিটি পোস্টে CTA ব্যবহার করুন। Like, Share, Comments & Follow.

কত টাকা ইনকাম করা সম্ভব? (Earning From Facebook)
আপনি ফেসবুক থেকে কত টাকা প্রতি মাসে income করবেন এটি Depend করে আপনার ফেসবুকের ভিডিওতে কত Views আসছে, Affiliate Link থেকে কত জন প্রোডাক্ট কিনেছে, আপনার Digital Product কতজন Buy করেছে, এবং আপনি প্রতিমাসে কয়টি Brand Promotion করছেন।
তবে ঘরে বসে ফেসবুক ইনকাম করার জন্য আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য নিচে Category অনুযায়ী Earning দেখানো হলো:
- Page Monetization ₹5,000 – ₹30,000
- Affiliate Commission ₹2,000 – ₹15,000
- Group Promotion ₹1,000 – ₹10,000
- Marketplace Sales ₹3,000 – ₹20,000
- Brand Deal ₹5,000+ (Per Brand)
তবে আমার দেওয়া উদাহরণ অনুযায়ী আপনার Earning কম কিংবা বেশি হতে পারে। যেমনটা আপনাদের শুরুতেই বললাম।
Frequently Asked Questions
Q.Facebook Page তৈরি করতে টাকা লাগে?
না কোনো টাকা লাগে না,সম্পূর্ণ ফ্রিতে আপনি Facebook Page তৈরি করতে পারেন।
Q. 2025 সালে ফেসবুক প্রতি 1000 ভিউতে কত টাকা দেয়?
২০২৫ সালে ফেসবুক প্রতি ১০০০ ভিউতে গড়ে ২ থেকে ৫ ডলার পর্যন্ত ইনকাম হতে পারে, তবে এটি ভিডিওর ধরনের, Audience Location এবং Engagement উপর নির্ভর করে।
Q. ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়?
ফেসবুক থেকে টাকা আয় করতে হলে সাধারণভাবে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকা দরকার। তবে শুধু ফলোয়ার না, 600,000 মিনিটের ভিডিও Watch Time (শেষ 60 দিনে) ও 5টি original video থাকতে হবে ইনস্ট্যান্ট আর্টিকেল, রিলস বোনাস বা ইন-স্ট্রিম অ্যাডসের মাধ্যমে আয়ের জন্য।
Q: Facebook থেকে ইনকাম শুরু করতে কত দিন লাগে?
মিনিমাম ২-৩ মাস লাগে যদি আপনি Valuable Content Consistently ভাবে Upload করেন।
Q.কোন Niche/Category- তে বেশি ইনকাম হয়?
Tech Review, Education ,Money Tips, Health, Etc
Conclusion
তাই Social Media থেকে ইনকাম করা তো সহজ কিন্তু, অনেকেই ধৈর্য ধরে Content , Post দিতে পারে না। তাই অবশ্যই যদি চান Social Media গুলির মধ্যে Facebook থেকে ইনকাম করতে, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে Consistency বজায় রেখে Content , Video, Post গুলি ভালো দেওয়ার চেষ্টা করুন, প্রতিদিন পোস্ট করুন এবং সমস্ত Format(Long Video, Reels Video, Picture Post, Live Video, Text Post,Etc)এ ভিডিও তৈরি করুন।
আপনার Facebook Page এর জন্য আগাম শুভকামনা রইলো ,ভালো ভালো পোস্ট করুন এবং ইনকাম শুরু করুন। ধন্যবাদ।
- Our Homepage: Visit Here
- আরো Career সংক্রান্ত পোস্ট পড়ুন: Read More
- ছবি বিক্রি করে ইনকাম করুন: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন Content Creator, YouTuber এবং Content Writer, যার লেখা(4 year Experience)ও ভিডিওর মূল লক্ষ্য সাধারণ মানুষকে সরকারি প্রকল্প, চাকরি, ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে, স্কলারশিপ ও ফর্ম ফিলাপের গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় বোঝানো।