SSC বোর্ডের তরফ থেকে আবার কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। যারা তোমরা কেন্দ্র সরকারের অধীনে চাকরি পেতে চাও অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারো। Delhi Police Constable Driver Vacancy এর জন্য আবেদন করলে আপনাদের বেতন খুব ভালো হবে। আজকের এই পোষ্টের মাধ্যমে এই দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার নিয়োগ ২০২৫ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো। তাই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। যেমন – শূন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ও বেতন, ইত্যাদি।
Delhi Police Constable Driver Notification 2025
Staff selection Board এর তরফ থেকে কনস্টেবল ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। চাকরি পেলে দিল্লি পুলিশের অধীনে চাকরি হবে। দিল্লি পুলিশের ড্রাইভার পদে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 737 টি। যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
EMRS নিয়োগ 2025|কেন্দ্রীয় স্কুলে চাকরির সুযোগ| জানুন বিস্তারিত তথ্য
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শেষ: ১৫ অক্টোবর ২০২৫ (রাত ১১টা পর্যন্ত)
ফি দেওয়ার শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
সংশোধনের সুযোগ: ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫
পোস্টের নাম
কনস্টেবল (ড্রাইভার) – শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য।
মহিলা বা PwBD (প্রতিবন্ধী) প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
মোট শূন্যপদ (Delhi Police Constable Driver Vacancy Details)
এখানে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৭৩৭ টি।
UR: ৩৫১
EWS: ৭৩
OBC: ১৭০
SC: ৮৭
ST: ৫৬
শিক্ষাগত যোগ্যতা
- ১০+২ (উচ্চমাধ্যমিক পাশ) বা সমতুল্য পাশ হতে হবে।
- ভারী যানবাহন চালানোর দক্ষতা থাকতে হবে।
- Heavy Motor Vehicle এ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (Learner লাইসেন্স গ্রহণযোগ্য নয়)।
- যানবাহনের সাধারণ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জ্ঞান থাকা জরুরি। অর্থাৎ Knowledge থাকতে হবে।
বয়সসীমা(Age Limit)
২১ থেকে ৩০ বছর (০১-০৭-২০২৫ তারিখ অনুযায়ী)।
জন্ম তারিখ ০২-০৭-১৯৯৫ থেকে ০১-০৭-২০০৪ এর মধ্যে হতে হবে।
বয়সে ছাড়:( Age Relaxation For Reserved Category)
SC/ST: +৫ বছর
OBC: +৩ বছর
আবেদন পদ্ধতি
এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। যেহেতু SSC বোর্ড এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই তোমাদের SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তবে Online Form Fill Up দুই ভাবে করতে পারেন। SSC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা MY SSC app থেকে।
১) প্রথমে, SSC Official Website এ যান।
২) Registration না করা থাকলে, রেজিস্ট্রেশন করুন।
৩) তারপর, Login করুন এবং Delhi Police Constable Recruitment 2025 এর জন্য Apply Now অপশনে ক্লিক করুন।
৪) আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করুন, যাবতীয় তথ্য দিয়ে। যেমন- যোগ্যতা, ঠিকানা, পরীক্ষার সেন্টার, ভাষা, ইত্যাদি।
৫) সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করুন। যেমন – ছবি এবং সিগনেচার।
৬) তারপর ফর্মের প্রিভিউ চেক করুন এবং সাবমিট করুন। এবং অনলাইন পেমেন্ট করুন।
সিলেকশন পদ্ধতি
1. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE) – ডিসেম্বর ২০২৫ বা জানুয়ারি ২০২৬
2. শারীরিক পরীক্ষা (PE&MT) ও ট্রেড টেস্ট – দিল্লিতে অনুষ্ঠিত হবে
3. ডকুমেন্ট যাচাই
4. Medical Examination
পরীক্ষার প্যাটার্ন
এই দিল্লি পুলিশের কনস্টেবল পদে আবেদন করলে তোমাদের প্রথম হবে লিখিত পরীক্ষা। পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক হবে। এ পরীক্ষা হবে ১০০ নাম্বারের।
পরীক্ষায় মোট প্রশ্ন করা হবে ১০০ টি। অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে ০.২৫ , অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর ভুল করলে এক নাম্বার কাটা যাবে।
পরীক্ষার প্রশ্নপত্র হবে Hindi and English ভাষায়।
কোন বিষয়ে পরীক্ষা নিয়ে হবে নিচে দেওয়া হলো।
- General Awareness
- General Intelligence
- Numerical Ability
- Road Sense, Vehicle Maintenance, Traffic Rules/ Signals vehicle & environmental pollution i.e. petrol and diesel vehicle, CNG operated vehicle, Noise pollution etc.
বেতন মূল্য (Delhi Police Constable Driver Vacancy 2025 Salary)
পে লেভেল-৩ অনুযায়ী বেতন হবে ₹২১,৭০০ – ₹৬৯,১০০ টাকা।
তার সঙ্গে অন্যান্য সরকারি সুবিধা দেওয়া হবে। যেমন – DA, HRA, TA, Other Allowance.
শেষ তারিখ
১৫ অক্টোবর ২০২৫ (রাত ১১টা পর্যন্ত)। তবে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। যত সম্ভব তাড়াতাড়ি আবেদন করে নেবে। শেষের দিকে ওয়েব সাইটের সমস্যা হতে পারে।
তাই তোমরা যারা কেন্দ্র সরকারের এই Delhi Police Constable Vacancy 2025 এর জন্য আবেদন করতে চাও, আবেদন করতে পারো। তবে আবেদন করার আগে অফিশিয়াল নোটিফিকেশন অবশ্যই চেক করে নেবে। তাছাড়া এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার জন্য SSC Official ওয়েবসাইট ভিজিট করতে পারো।
▪️SSC Official Website: Visit Here
▪️Latest Jobs: এখানে পড়ুন
আরো পোস্ট পড়ুন
৮৮৭৫ টি শূন্যপদে রেলের NTPC নিয়োগ ২০২৫|RRB NTPC New Vacancy 2025

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।