সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে WBP Constable Result খুব শীঘ্রই প্রকাশ করা হবে। যে পরীক্ষা গত ৩০ শে নভেম্বর ২০২৫ তারিখে নেওয়া হয়েছে ওই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। যেসমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করবে তাদের PET PMT তে ডাকা হবে। তাই পরীক্ষার্থীরা তাদের নিজের রেজাল্ট কিভাবে চেক করবে? কত Cut Off যেতে পারে? PET PMT কবে থেকে শুরু হবে? আজকের এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো।
WBP Constable Result 2025-26 Highlights
- Conducting Body: West Bengal Police Recruitment Board (WBPRB)
- Post: WBP Constable
- Qualification: 10th Pass
- Total Vacancy: 11749
- Exam Date: 30/11/2025
- Official Website: prb.wb.gov.in / wbpolice.gov.in
WBP Constable Answer Key 2025
গত ৩০ শে নভেম্বর ২০২৫ তারিখে পরীক্ষা হওয়ার পর ৫ ই ডিসেম্বর ২০২৫ তারিখে Answer Key প্রকাশ করা হয়েছে। এবং ২৭ শে ডিসেম্বর WBP Constable Final Answer key প্রকাশ করা হয়েছে। যেখানে প্রত্যেক ছাত্র-ছাত্রীরা তাদের প্রশ্ন-উত্তর চেক করে মিলিয়ে নিতে পারবে।
WBP Constable Final Answer Key Download
WBP Constable রেজাল্ট কিভাবে চেক করবেন?
এবার কিভাবে WBP Constable Result চেক করবে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমেই আপনাদের, WBPRB Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর, Recruitment অপশন ক্লিক করতে হবে।
৩) এবার, Selected Candidates অপশন এ ক্লিক করে, WBP Constable Result PDF Download করতে হবে।
৪) তারপর ওই লিস্টে আপনার নাম আছে কিনা আপনার রোল নাম্বার দিয়ে সার্চ করতে হবে।
৫) যদি লিস্টে নাম থাকে তাহলে আপনার Scorecard চেক করতে হবে।
কিভাবে নিজের Score চেক করবেন?
১) প্রথমত WBPRB Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর, Application no এবং Date of birth বসিয়ে Login করতে হবে।
৩) Login করার পর রেজাল্ট চেক করতে পারবেন।
যদি Cut Off Marks Clear করতে পারেন তাহলে PET PMT এর জন্য ডাক পাবেন।
WBP Constable Cut Off (Expected)
| WBP Contable Cut Off 2025-26 (Expected) | |
| Category | Expected Cut-Off |
| General | 65–75 |
| OBC | 60–70 |
| SC | 55–65 |
| ST | 50–60 |
| EWS | 62–72 |
WBP Constable PET PMT Date
যে সমস্ত পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের পরবর্তীতে PET ( Physical Efficiency Test) এবং PMT (Physical Measurement Test) তে ডাকা হবে।
তবে PET PMT এর জন্য WBPRB বোর্ড একটি নোটিফিকেশন প্রকাশ করবে। নোটিশ প্রকাশ করা হলে ফাইনাল তারিখ জানা যাবে। তবে আশা করা যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই PET PMT Conduct করানো হবে।
WBP Constable PET PMT Details
পরীক্ষায় পাশ করার পর Physical Efficiency Test এবং Physical Measurement Test এ কি কি চেক করা হবে নিচে আলোচনা করা হলো।

▪️WBPRB: Official Website
▪️WBP Constable Result: Check Now
▪️চাকরির খবর: আরো পোস্ট পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।