SSC CHSL Exam City Check|SSC CHSL Admit Card Download Link

Spread the love

যে সমস্ত পরীক্ষার্থীরা SSC CHSL পরীক্ষার জন্য আবেদন করেছিল এবং Slot Selection করেছিল সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে SSC CHSL Exam City Link Active করা হয়েছে। তাই সবাইকে পরীক্ষার সেন্টার এবং আবেদনের স্ট্যাটাস চেক করতে হবে। তাই কিভাবে পরীক্ষার সেন্টার চেক করতে হবে? কিভাবে আবেদনের স্ট্যাটাস চেক করতে হবে? কবে থেকে SSC CHSL Admit Card Download করতে পারবে? সমস্ত কিছু জানবো এই পোষ্টের মাধ্যমে।

SSC CHSL Recruitment 2025 Overview

  • যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ
  • শূন্যপদ: ৩১৩১ টি পোস্ট
  • গ্রুপ সি পোস্ট: Lower Division Clerk, Data Entry Oparator, DEO(Grade-A)
  • CHSL: Combined Higher Secondary Level Examination
  • পরীক্ষা শুরু: ১২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে

SSC CHSL Exam City Check

১) প্রথমত, SSC Official Website এ ভিসিট করতে হবে।

২) এবার Login অপশনে ক্লিক করে ID and Password ও Captcha code দিয়ে Login করতে হবে।

৩) তারপর, নিচের দিকে আসার পর Admission Certificate অপশনে ক্লিক করতে হবে।

৪) পরবর্তী পেজে, SSC CHSL পরীক্ষা সিলেকশন করতে হবে এবং Examination Year 2025 সিলেকশন করে Check Status অপশনে ক্লিক করতে হবে।

৫) Check Status অপশনে ক্লিক করার পর, নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার তারিখ, Application Status দেখতে পাবেন।

কবে থেকে Admit Card Download করতে পারবেন?

Application Status চেক করার পর আপনি জানতে পারবেন আপনার পরীক্ষার তারিখ কবে রয়েছে। আপনার যে তারিখে পরীক্ষা রয়েছে ওই পরীক্ষার ঠিক চার দিন আগে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার পরীক্ষার চার দিন আগে আবার পুনরায় SSC Official ওয়েবসাইটে এসে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কিভাবে SSC CHSL Admit Card Download করবেন?

১) প্রথমত, SSC Official Website এ ভিসিট করতে হবে।

২) এবার Login অপশনে ক্লিক করে ID and Password ও Captcha code দিয়ে Login করতে হবে।

৩) তারপর Admit Card অপশনে ক্লিক করতে হবে। এবং CHSL Exam ও Exam Year সিলেকশন করতে হবে।

৪) এবং আপনার SSC CHSL Admit Card Download করতে হবে।

এবার, SSC CHSL Admit Card Download করার সরাসরি নিচে দেওয়া হয়েছে। আপনি খুব সহজেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কি ডকুমেন্ট লাগবে?

SSC CHSL Admit Card এর সাথে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে।

  • Admit Card (কালার প্রিন্ট আউট)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • যেকোনো একটি পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড)
আপনার যে Shift এ পরীক্ষা রয়েছে, তার ১ ঘন্টা আগে পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে।

তাই যে সমস্ত পরীক্ষার্থীরা SSC CHSL পরীক্ষা দেবে, তাদের সবাইকে এপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। এবং এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন।

SSC CHSL Answer Key Link

এখন বর্তমানে SSC বোর্ডের তরফ থেকে SSC CHSL ২০২৫ এর answer key প্রকাশ করা হয়েছে। সমস্ত পরীক্ষার্থীরা বর্তমানে SSC Official Website এ ভিসিট করে তাদের answer key চেক করতে পারে।

▪️SSC CHSL: Admit Card Download

▪️SSC CHSL: Application Status

▪️ SSC CHSL Answer key (08/12/2025): Check Here

▪️চাকরির খবর: এখানে পড়ুন


Spread the love

Leave a Comment