SSC CHSL Slot Selection: পরীক্ষার City, Shift এবং তারিখ নির্বাচন

Spread the love

যে সমস্ত শিক্ষার্থীরা SSC CHSL 2025 এর জন্য ফর্ম ফিলাপ করেছিলো তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে SSC বোর্ডের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে। যেখানে পরীক্ষার তারিখ, শহর এবং Shift নিজে থেকে সিলেকশন করা যাবে। এই SSC CHSL Slot Selection সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিলেকশন ঠিকমতো না করলে এডমিট কার্ড নাও আসতে পারে। তাই কিভাবে এই SSC CHSL Slot Booking করতে হবে, আজকের এই পোস্টটি জানবো।

সম্পর্কিত পোস্ট পড়ুন

রেলের NTPC ফর্ম ফিলাপ ২০২৫| RRB NTPC Form Fill Up 2025|

SSC CHSL Slot Booking 2025

নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজে থেকে exam city, Shift, Exam Date সিলেকশন করতে পারবে। প্রথমে তারিখ সিলেকশন করতে হবে তারপর available shift এবং Exam city দেখাবে। যেখান থেকে শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী সিলেকশন করতে পারবে। এই Slot selection চালু করা হয়েছে ২২ শে অক্টোবর থেকে এবং যা চলবে ২৮ শে অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত।

কিভাবে CHSL Slot Selection করতে হবে?

১) প্রথমেই SSC বোর্ডের Official ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর, Registration no এবং Password দিয়ে Login করতে হবে।

৩) Dashboard খোলার পর, নিচের দিকে আসতে হবে এবং My Application অপশনে ক্লিক করতে হবে।

৪) SSC CHSL Examination 2025 এখানে Application Status, Print এবং Select Exam City ,Date, shift দেখাবে। এর মধ্যে Select City, exam date, Shift এই অপশনে ক্লিক করতে হবে।

৫) নতুন টেবিল সহ ঘর বের হবে। এখানে সবার প্রথম তারিখ সিলেকশন করতে হবে তুমি যে তারিখে পরীক্ষা দিতে চাও। তারিখ দেওয়ার পর নিচে তিনটি পরীক্ষার city এবং সিটির নিচে সিফট বের হবে।

৬) এবার available City অনুযায়ী তোমাকে সিলেকশন করতে হবে পরীক্ষার City এবং সিফট।

৭) সিলেকশন করার পর নিচে মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে সাবমিট করতে হবে।

৮) এবার যদি তোমার ডেট অনুযায়ী City & shift available না থাকে, নিচে আসার পর alternate city সিলেকশন করতে পারো।

এই Slot Selection সবাইকে করতে হবে?

হ্যাঁ, এটি সবাই কি করতে হবে। কারণ নতুন নিয়ম অনুযায়ী যেহেতু এখানে slot সিলেকশন হচ্ছে, তাই সমস্ত পরীক্ষার্থীকে এই Slot সিলেকশন করতে হবে। এই সিলেকশন করার পর আগামী ৩ নভেম্বর থেকে পরীক্ষার City এবং ডেট লাইভ হবে। পরীক্ষার্থীরা তার পরীক্ষার তারিখের চার দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

Frequently Asked Questions

এই SSC CHSL Slot Selection Last Date কবে?

২৮ শে অক্টোবর ২০২৫ তারিখ

পরীক্ষার এডমিট কার্ড কবে দেওয়া হবে?

তুমি যে পরীক্ষার তারিখ সিলেকশন করেছো, ওই পরীক্ষার তারিখ থেকে ৪ দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

তাই যে সমস্ত শিক্ষার্থীরা এই CHSL পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিলে তোমরা সবাই এই Slot selection করে নাও। এখানে বেশি দেরি করলে স্লট গুলি বুকিং হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই Slot Booking করে নাও। যদি তোমাদের এই সম্বন্ধে কোন প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো।

▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: বিস্তারিত পড়ুন

▪️আরো চাকরির খবর: এখানে ক্লিক করুন


Spread the love

Leave a Comment