জব কার্ড ডাউনলোড| WB Job Card Download Online|

Spread the love

জব কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই কার্ড বিভিন্ন ধরনের কাজে লাগে। সরকারি ১০০দিনে কাজের সাথে সাথে অন্যান্য ক্ষেত্রে এই জব কার্ড দরকার হয়। এবার আপনার যদি জব কার্ড হয়ে থাকে এবং আপনি যদি চান অনলাইন থেকে এই জব কার্ডটি ডাউনলোড করতে, অবশ্যই ডাউনলোড করতে পারবেন। কিভাবে অনলাইন থেকে জব কার্ড ডাউনলোড করবেন? কিভাবে জব কার্ডের তথ্য অনলাইনে চেক করবেন বিস্তারিত জানবো এই পোষ্টের মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট পড়ুন

Job Card Aadhaar Link| জব কার্ডে আধার লিঙ্ক কিভাবে করবেন?

Job Card Download Online| কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন?

WB Job Card download online
WB Job Card Download Online

১) প্রথমত, আপনাদের NREGA Official Website এ যেতে হবে।

২) তারপর অফিশিয়াল ওয়েবসাইট এর উপরের দিকে Login অপশন এ ক্লিক করুন। তারপর Quick Access ➡️State Reports.

৩) State Reports অপশন এ ক্লিক করার পর West Bengal অপশনে ক্লিক করুন।

৪) এবার আপনার জেলার নাম ➡️ ব্লকের নাম ➡️ পঞ্চায়েত এর নাম সিলেক্ট করুন।

৫) তারপর Gram Panchayat Reports দেখাবে। এখানে প্রথম সেকশন এর মধ্যে Job Card/Employment Register অপশনে ক্লিক করুন।

৬) আপনার পঞ্চায়েতের অধীনে যতগুলো জব কার্ড রয়েছে সম্পূর্ণ তালিকা খুলে যাবে। এখানে আপনার নাম আছে কিনা সার্চ করুন। যদি নাম থাকে নামের বামদিকে জব কার্ডের নাম্বার পেয়ে যাবেন।

৭) জব কার্ডের নাম্বার এর ওপরে ক্লিক করলে যাবতীয় তথ্য খুলে যাবে। যেমন – পরিবারের সদস্যের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন এর তারিখ, ইত্যাদি।

তাই আপনার যদি একটি মোবাইল থাকে, মোবাইল দিয়ে খুব সহজেই আপনি জব কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে ধাপে ধাপে জব কার্ড ডাউনলোড করবেন কিংবা জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন এই পোস্টে আলোচনা করেছি। যদি আপনাদের এই সম্বন্ধে কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

Job Card Download Online

প্রতিটি জেলার নাম অনুযায়ী জব কার্ডের লিস্ট ডাউনলোড করার জন্য নিচে লিঙ্ক দেওয়া হয়েছে। আপনার জেলা অনুযায়ী চেক করুন।

District Name

  1. 24 PARGANAS (NORTH)
  2. 24 PARGANAS SOUTH
  3. ALIPURDUAR
  4. BANKURA
  5. BIRBHUM
  6. COOCHBEHAR
  7. Darjeeling Gorkha Hill Council (DGHC)
  8. DINAJPUR DAKSHIN
  9. DINAJPUR UTTAR
  10. HOOGHLY
  11. HOWRAH
  12. JALPAIGURI
  13. JHARGRAM
  14. KALIMPONG
  15. MALDAH
  16. MURSHIDABAD
  17. NADIA
  18. PASCHIM BARDHAMAN
  19. PASCHIM MEDINIPUR
  20. PURBA BARDHAMAN
  21. PURBA MEDINIPUR
  22. PURULIA
  23. SILIGURI MAHAKUMA PARISAD

▪️NREGA Official Website: Visit Here

▪️সরকারি প্রকল্প: জানুন বিস্তারিত


Spread the love

Leave a Comment