কেন্দ্র সরকারের অধীনে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। MTS সহ ভিন্ন ভিন্ন Group A, B & C পোস্টে আবেদন চলছে। DDA MTS Recruitment 2025 Notification প্রকাশ করা হয়েছে DDA অর্থাৎ Delhi Devlopment Authority এর তরফ থেকে। এখানে তোমরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। এখানে ৬ ই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। অনলাইনে আবেদন চলবে ৫ ই নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। DDA New Vacancy Notification মোট ১৭৩২ শূন্যপদে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে MTS পোস্টে (৭৪৫ টি)।
সম্পর্কিত পোস্ট পড়ুন
রেলের NTPC নিয়োগ ২০২৫|RRB NTPC New Vacancy 2025| বিস্তারিত তথ্য জানুন
DDA MTS Recruitment 2025 Overview
| Recruitment Authority | Delhi Development Authority |
| Total Vacancy | 1732 |
| Name Of Post | Various Post Of Group A, B & C |
| Level Of Examination | National Level |
| Mode Of Application | Online Mode |
| Application Window | 06/10/2025 – 05/11/2025 |
| Official Website | www.dda.gov.in |
DDA Notification 2025 PDF
Delhi Devlopment Authority এর তরফ থেকে Verious Group A, B & C পোস্টে Notification প্রকাশ করা হয়েছে। এখানে সমস্ত গ্রুপ মিলিয়ে মোট 26 ধরনের পোস্ট রয়েছে। যে সমস্ত পোস্টে তোমরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন, ও পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতায় আবেদন করতে পারবে। DDA Recruitment 2025 Total Vacancy রয়েছে ১৭৩২ টি। এখানে সমস্ত পোস্টের মধ্যে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে MTS পোস্টের জন্য। শুধুমাত্র MTS পোস্টে শূন্যপদ রয়েছে ৭৪৫ টি।
তাই সমস্ত পোস্টের মধ্যে MTS পোস্ট নিয়ে এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো।
পোস্টের নাম (DDA Notification 2025 Post Name)
এখানে মোট ২৬ ধরনের পোস্ট রয়েছে। যেমন –
- Deputy Director (Architect)
- Deputy Director (Public Relation)
- Deputy Director (Planning)
- Assistant Director (Planning)
- Assistant Director (Architect)
- Assistant Director (Landscape)
- Assistant Director (System)
- Assistant Executive Engineer (Civil)
- Assistant Executive Engineer (Electrical)
- Assistant Director (Ministerial)
- Legal Assistant
- Planning Assistant
- Architectural Assistant
- Programmer
- Junior Engineer (Civil)
- Junior Engineer (Elect./Mech.)
- Sectional Officer (Horticulture)
- Naib Tehsildar
- Junior Translator (Official Language)
- Assistant Security Officer (Non-Ministerial)
- Surveyor
- Stenographer Grade- ‘D’
- Patwari
- Junior Secretariat Assistant
- Mali
- MTS (Non-Ministerial)
এই সমস্ত পোস্ট গুলির মধ্যে যে পোস্ট নিয়ে আজকের আলোচনা করব ওইটা হচ্ছে MTS.
MTS= Multi Tasking Staff যেটা Group C এর একটি পোস্ট।
DDA Recruitment 2025 Total Vacancy (মোট শূন্যপদ)
DDA Recruitment 2025 এর জন্য মোট শূন্যপদ রয়েছে ১৭৩২ টি। এর মধ্যে MTS পোস্টে Total Vacancy রয়েছে ৭৪৫ টি।
শিক্ষাগত যোগ্যতা
DDA MTS Recruitment 2025 এর জন্য আবেদন করতে পরীক্ষার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। কোনো নির্দিষ্ট নাম্বার পার্সেন্টেজ দরকার নেই। মিনিমাম নাম্বার পেয়ে পাস করলেই হবে।
বয়সসীমা
MTS পোস্টে আবেদন করার জন্য বয়সসীমা লাগবে (১৮-২৭) বছরের মধ্যে। তবে SC/ST/OBC ক্যাটাগরির ছাত্র-ছাত্রীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে।
- আধার মোবাইল নাম্বার লিঙ্ক শুরু হলো! Aadhaar Link With Mobile Number
- মোবাইল দিয়ে আয়ের ৫টি বাস্তব উপায় | Earn Money Online With Mobile
- নিজের তৈরি নোট PDF করে অনলাইনে বিক্রি করুন (সম্পূর্ণ পদ্ধতি)
- intelligence bureau ib mts recruitment|IB MTS New Vacancy 2025
- KVS & NVS Recruitment 2025: যাবতীয় তথ্য, শূন্যপদ, যোগ্যতা, ফি, সিলেকশন- সম্পূর্ণ গাইড
DDA MTS 2025 Apply Online (আবেদন পদ্ধতি)
তোমরা যেকোনো পোস্টে আবেদন করো না কেন তোমাদের সবাইকে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার আগে অফিশিয়াল নোটিফিকেশন চেক করে নেবে। শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারবে। এবার কিভাবে ধাপে ধাপে অনলাইন আবেদন করতে হবে নিচে Steps দেওয়া হলো।
১) প্রথমত তোমাদের DDA Official Website এ যেতে হবে। তারপর Latest Jobs অপশনে Direct Recruitment Apply Online অপশনে ক্লিক করতে হবে।
২) তারপর রেজিস্টার অপশন এ ক্লিক করতে হবে। এবং সমস্ত যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন – নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, পোস্টের নাম, ইত্যাদি।
৩) রেজিস্ট্রেশন হওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেইল আইডিতে আসবে। ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে।
৪) Login হওয়ার পর Dashboard খুলে যাবে। যেখানে তোমাদের চারটি ধাপে ফর্ম ফিলাপ করতে হবে। যেমন – Personal Details, Communication Details, Education Qualification, Documents Upload & Payment.
৫) প্রতিটি সেকশন সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে Fill করতে হবে।
৬) ফর্ম ফিলাপের শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন – Photograph, Signature, Education Qualification Certificate, Caste Certificate (যদি প্রযোজ্য হয়).
৭) ডকুমেন্টস আপলোড করার পর অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট Successful হওয়ার পর আবেদন ফর্মের প্রিন্ট আউট কপি বের করে রাখতে হবে।
DDA MTS Selection Process (সিলেকশন পদ্ধতি)
তোমরা যদি MTS পোস্টে আবেদন করো তোমাদের শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা দিতে হবে। অনলাইনে CBT পরীক্ষায় পাশ করার পর Merit List/Result প্রকাশ করা হবে। যদি তোমরা সিলেক্ট হয়ে যাও তাহলে তোমাদের পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। এবং তারপর সিলেকশন হয়ে যাবে।
- CBT= Computer Based Test
- Merit list
- Documents Verification
DDA MTS Exam Pattern (পরীক্ষার প্যাটার্ন)
তোমাদের শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে ১২০ নাম্বারের। মোট সময় দেওয়া হবে ২ ঘন্টা।
- মোট ১২০ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নাম্বার দেওয়া হবে।
- মোট সময় দেওয়া হবে ২ ঘন্টা অর্থাৎ ১২০ মিনিট।
- নেগেটিভ মার্কিং রয়েছে ⅓ অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর ভুল করলে ১ নাম্বার কাটা যাবে।
কোন টপিক কিংবা কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে নিচে দেওয়া হলো।
- Numerical and Mathematical Ability: 25 questions (25 marks)
- Reasoning Ability and Problem Solving: 25 questions (25 marks)
- General Awareness: 25 questions (25 marks)
- English Language and Comprehension: 25 questions (25 marks)
- Computer Knowledge: 20 questions (20 marks)
বেতন মূল্য (Salary)
DDA MTS পোস্টটি আবেদন করলে এখানে Level 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এটি একটি Group C এর পোস্ট। তাই অন্যান্য পোষ্টের তুলনায় এখানে বেতন একটু কম।
Level 1 Basic Pay: (18000- 56900). এর সাথে অন্যান্য Allowance পাওয়া যাবে। সমস্ত কিছু যুক্ত করে প্রতিমাসে তোমরা ২৫০০০-২৬০০০ টাকা বেতন পাবে। তবে এটি শহর অনুযায়ী একটু কম কিংবা বেশি হতে পারে।
DDA Recruitment 2025 Last Date (শেষ তারিখ)
এখানে অনলাইন আবেদন শুরু হয়েছে ৬ অক্টোবর ২০২৫ তারিখে। অনলাইন আবেদন করা যাবে ৫ ই নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
Last Date: 05/11/2025
DDA Exam Centre in West Bengal?
এই নোটিফিকেশন প্রকাশ হয়েছে DDA অর্থাৎ Delhi Devlopment Authority এর তরফ থেকে। তাই এর পরীক্ষার সেন্টার দিল্লি এবং দিল্লির পাশাপাশি Region অনুযায়ী পড়বে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পরীক্ষার সেন্টার নেই।
Frequently Asked Questions
DDA এর পুরো নাম কি?
Delhi Devlopment Authority
DDA Recruitment 2025 Last Date?
05/11/2025
তাই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি পেতে চাও ,এই Job Vacancy এর জন্য আবেদন করতে পারো। তবে মাধ্যমিক পাশেই MTS বাদেও Mali পোস্ট রয়েছে। যেখানে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যদি এই চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো।
Desclaimer: অনলাইন আবেদন করার আগে Official নোটিফিকেশন চেক করে নেবে।
▪️Official Website: Visit Here
▪️DDA MTS Apply Link: Click Here
▪️Latest Jobs: Read More

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।