নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন|New Voter Card Apply Online|

Spread the love

আমরা প্রত্যেকেই জানি আমাদের পরিচয় পত্রের ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ভোটার কার্ড প্রমাণ করে আপনি দেশের একজন নাগরিক। এবং ভোটার কার্ড থাকলেই আপনি ভোট দিতে পারবেন। তাছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য ক্ষেত্রে এই ভোটার কার্ড কাজে লাগে। তাই আপনাদের যাদের বয়স ১৮ বছর কিংবা তার বেশি হয়ে গেছে, আপনি যদি একটি নতুন ভোটার কার্ড তৈরি করতে চান অবশ্যই তৈরি করতে পারেন। এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী আপনি খুব সহজেই Aadhaar e-sign দিয়ে নতুন ভোটার কার্ড তৈরি করতে পারেন। যার জন্য অনলাইন আবেদন খুব সহজেই করা যায়। তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হয়।

সম্পর্কিত পোস্ট পড়ুন

ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড: মোবাইল দিয়ে কিভাবে ডাউনলোড করবেন?

কারা আবেদন করতে পারবেন?

নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে। শর্ত গুলি হলো –

১) আপনার বয়স ১৮ বছর কিংবা তার বেশি হতে হবে।

২) আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।

৩) নির্দিষ্ট ঠিকানার স্থায়ী বাসিন্দা হতে হবে।

New Voter card Apply online in west bengal
New Voter Card Apply Online With Aadhaar e-sign

কি কি ডকুমেন্টস লাগবে?

নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস লাগবে। যদি আপনাদের ডকুমেন্টস গুলি ঠিকঠাক থাকে তাহলে খুব সহজেই ভোটার কার্ড আবেদন এপ্রুভ হবে। তাই নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হলো।

১) Passport size photo: নতুন একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। Passport size ( 4.5 cm* 3.5 CM) এবং 2 MB এর মধ্যে ছবিটি আপলোড করতে হবে।

২) Date Birth Proof: জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনাকে যেকোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন – ( জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক মার্কশীট কিংবা এডমিট কার্ড)। ডকুমেন্টস অবশ্যই 2MB মধ্যে Jpg, png, PDF Format এ আপলোড করতে হবে।

৩) Proof of Residence: ঠিকানার প্রমাণপত্র হিসাবে যেকোনো একটি ডকুমেন্টস 2MB এর মধ্যে আপলোড করতে হবে। যেমন – ( Water/Gas Connection/Electricity bill, আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট, Registered Sale deed, etc) .

৪) Disability Certificate: যদি আবেদনকারী প্রতিবন্ধী হিসেবে ভোটার কার্ডের আবেদন করে থাকেন তাহলে এই প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে হবে।

৫) আবেদনকারীর মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি।

৬) Aadhaar e-sign: ফর্ম ফিলাপের শেষ পর্যায়ে আধার ই-সাইন দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। তার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।

কিভাবে আবেদন করবেন? New Voter Card Apply Online

নতুন ভোটার কার্ডের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তবে সঠিকভাবে অনলাইন আবেদন করতে হবে। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন করতে পারেন। এবার কিভাবে সঠিক পদ্ধতিতে ধাপে ধাপে আবেদন করতে হবে দেখে নিন। নিচে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো-

১) প্রথমত আপনাদের Voter Service Portal এ ভিজিট করতে হবে।

২) তারপর, Sign Up অপশনে ক্লিক করুন। এবং মোবাইল নাম্বার, ইমেইল আইডি এবং আপনার নাম ইত্যাদি দিয়ে Sign up কমপ্লিট করুন।

৩) এরপর, Login অপশনে ক্লিক করুন। এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং মোবাইল ওটিপি দিয়ে লগইন করুন।

New Voter card Apply online
New Voter Registration ( Voter Service Portal)

৪) এবার FORMS সেকশনের নিচের দিকে আসুন। এবং New Voter Registration এর নিচে Fill Form 6 অপশনে ক্লিক করুন।

৫) Form No 6 আবেদন ফর্মটি ওপেন হবে। যেখানে আপনাদের সঠিকভাবে ফর্মটি ফিলাপ করতে হবে।

এবার আপনাদের সম্পূর্ণ ফর্মটি কিভাবে ফিলাপ করতে হবে নিচে আলোচনা করা হলো।

New Voter ID Card Online Application Process

A. Select State, District & AC: আপনি যে রাজ্য এবং যে জেলা থেকে আবেদন করছেন ওইটা সিলেক্ট করুন। এবং আপনার এবং বিধানসভা কেন্দ্রের নাম বাছাই করুন।

B. Personal Details: আপনার নাম সঠিকভাবে লিখুন। আপনার আধার কার্ড অনুযায়ী আপনার First Name & Surname দেবেন। এবং এখানে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।

C. Relatives Details: এখানে আপনার Reletive নাম (Father, Mother, Husband, Wife) যেকোনো একটি সিলেক্ট করুন। এবং রিলেটিভ নাম দিন।

D. Contact Details: আপনার নিজের মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিন।

E. Aadhaar Details: এখানে Aadhaar Number সিলেক্ট করার পর আপনার আধার কার্ডের নাম্বারটি সঠিকভাবে লিখুন।

F. Gender: আপনি ছেলে নাকি মেয়ে আবেদন করছেন ঐটা সঠিকভাবে সিলেক্ট করুন।

G. Date of Birth details: আপনার আধার কার্ডের জন্ম তারিখ অনুযায়ী আপনি জন্ম তারিখ সিলেক্ট করুন ক্যালেন্ডার থেকে। এবং জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্টস আপলোড করুন।

H. Present Address Details: আধার কার্ড অনুযায়ী সম্পূর্ণ ঠিকানা লিখুন। যেমন – গ্রামের নাম, পোস্ট অফিস, পিন কোড, ইত্যাদি। এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে যেকোনো একটি ডকুমেন্টস আপলোড করুন।

I. Disability Details: যদি আপনি প্রতিবন্ধী হিসাবে আবেদন করেন, তাহলে আপনাকে প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং আপনি কি ধরনের প্রতিবন্ধী তা সিলেকশন করতে হবে।

J. Family member Details: আপনার পরিবারের সদস্যের নাম Add করুন। এখানে আপনি আপনার বাবার নাম Add করতে পারেন।

K. Declaration: এখানে আপনার গ্রামের নাম, জেলার নাম, এবং আপনার বর্তমান ঠিকানায় আপনি কত বছর বসবাস করছেন, এই সমস্ত কিছু Selection করুন।

L. Captcha: ছবিতে থাকা ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে ক্যাপচা করতে লিখুন।

৬) আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করার পর, Preview and Submit অপশন এ ক্লিক করুন। আপনার সামনে Form No 6 এর Preview ওপেন হবে। সমস্ত তথ্যগুলি ভালোভাবে যাচাই করুন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে Aadhaar e-sign & Submit অপশনে ক্লিক করুন।

৭) Submit করলে CDAC’s website এর Authentication Page এ নিয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বার এবং আধার ওটিপি দিয়ে সাবমিট করুন।

৮) আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে Reference Number দেওয়া হবে।

এবার পরবর্তীতে আপনি এই রেফারেন্স নাম্বার দিয়ে এপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।

আবেদন করার পর কি করবেন?

নতুন ভোটার কার্ডের অনলাইন আবেদন করার পর Application Status চেক করতে হবে। তবে আবেদন করার পর ১৫ থেকে ২০ দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এবং তার পরে স্ট্যাটাস চেক করতে হবে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখে নিন। নিজেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

New Voter card Application Status Check Online

  • প্রথমে, Voter Service Portal এ যান।
  • এবার Service সেকশনের নিচে Track Application Status অপশনে ক্লিক করুন।
  • এবার, আপনার Reference Number দিয়ে Submit অপশনে ক্লিক করুন।
  • আপনার ফর্মের স্ট্যাটাস দেখা যাবে। যেখানে আপনি খুব সহজেই দেখতে পাবেন আপনার ফর্মটি Approved হয়েছি নাকি Pending আছে।

Frequently Asked Questions

ভোটার কার্ড হতে কতদিন সময় লাগে?

সাধারণত ২০-৩০ দিনের মধ্যে ভোটার কার্ড প্রসেস হয়ে যায়। তবে এলাকাভেদে সময় একটু বেশি লাগতে পারে।

অনলাইন আবেদনের জন্য কি কোনো ফি লাগে?

না , অনলাইনে ভোটার কার্ডের আবেদন সম্পূর্ণ বিনামূল্যে।

আবেদনে ভুল হলে কী করণীয়?

যদি কোনো তথ্য ভুল দিয়ে ফেলেন, তাহলে Form 8 এর মাধ্যমে কার্ড সংশোধনের আবেদন করতে পারবেন।

তাই আপনি যদি খুব সহজেই একটি নতুন ভোটার কার্ডের আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারেন। এখন বর্তমানে নতুন পদ্ধতিতে আবেদন শুরু হয়েছে, যা আপনাদের বললাম এই পোষ্টের মাধ্যমে। Aadhaar e-sign দিয়ে আবেদন করলে খুব তাড়াতাড়ি ভোটার কার্ড Approved হবে। এবার যদি আপনাদের আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন।


আরো পোস্ট পড়ুন এখানে

SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন| কি কি ডকুমেন্টস লাগবে?

▪️Voter Service Portal: Official Website

▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন



Spread the love

Leave a Comment