লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি|10th পাশে পোস্ট অফিসে GDS চাকরি কিভাবে পাবেন?

Spread the love

10th পাশে পোস্ট অফিসে GDS চাকরি করতে চাও? তাও আবার কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই। তাহলে আজকের এই পোস্টটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পোষ্টের মাধ্যমে বলবো কিভাবে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়া যায় পোস্ট অফিসে।10th পাশে পোস্ট অফিসে GDS চাকরি পাওয়ার জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হয় না। তবে এখানে সিলেকশন কিভাবে হয়? কিভাবে আবেদন করতে হবে? কারা আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্টস দরকার? ইত্যাদি সমস্ত কিছু জানবো এই পোষ্টের মাধ্যমে।

Post Office GDS Recruitment 2025

India Post Office GDS: প্রতিবছর পোস্ট অফিসের তরফ থেকে GDS অর্থাৎ গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পোষ্টের জন্য দুইবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার জন্য দেশের যেকোনো রাজ্য, যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারে। সেই অনুযায়ী এই ২০২৫ সালেও বছরের শুরুতেই ২১০০০ এর বেশি শূন্য পদে বিজ্ঞপ্তি বের করা হয়েছিল। এবং আবার পুনরায় এই ২০২৫ এ July-Sep মাসের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা। কিন্তু কিছু কারণবশত নতুন বিজ্ঞপ্তি আসতে দেরি হচ্ছে। তবে আশা করা যায় আর কিছুদিনের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Related Post

WBSSC Group C and D Recruitment 2025: জানুন যোগ্যতা, সিলেবাস ও আবেদন প্রক্রিয়া

GDS 2025 Notification Date

পোস্ট অফিসের GDS 2025 Notification খুব শীঘ্রই প্রকাশ করা হবে। যেখানে হাজার হাজার শূন্য পদ থাকবে। GDS Online Transfer এর কারনে Post office GDS Notification প্রকাশ হতে দেরি হচ্ছে। তবে যথাসম্ভব এই ২০২৫ এ অক্টোবর মাসেই প্রকাশ করা হবে Post Office GDS New Vacancy 2025 Notification.

পোস্টের নাম ( Post office GDS Post Details)

পোস্ট অফিসের এই GDS চাকরির ক্ষেত্রে তিনটি পোস্টে আবেদন নেওয়া হয়ে থাকে। যেখানে তোমরা তিনটি পোস্টেই Post Preferences দিতে পারো।

Post office GDS Recruitment post details
Post Office GDS All Post Details

তিনটি পোস্ট হলো –

  • BPM= Branch Post Master
  • ABPM= Assistant Branch Post Master
  • Dak Sevak

GDS New Vacancy 2025 Eligibility Criteria

এবার তোমরা দেখে নাও নতুন নিয়ম অনুযায়ী এই পোস্ট অফিসের GDS এর কারা কারা আবেদন করতে পারবে?

শিক্ষাগত যোগ্যতা

  • স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে।
  • মাধ্যমিক এ গনিত এবং ইংরেজি বিষয় নিয়ে পাশ করতে হবে।
  • তোমাদের স্থানীয় ভাষা যদি বাংলা হয়, তাহলে বাংলা ভাষা মাধ্যমিক এর Subject এ থাকতে হবে।

অর্থাৎ এক কথায় বলতে গেলে, এখানে আবেদন করার জন্য শিক্ষার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। তবে Higher Qualification থাকলেও আবেদন করা যাবে। কোনো মিনিমাম নাম্বারের প্রয়োজন নেই। শুধুমাত্র পাশ করলেই আবেদন করা যায়। উপরে যে তিনটি পোষ্টের কথা বলা হয়েছে তিনটি পোষ্টের জন্যই যোগ্যতা একই থাকবে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।

Other Qualification

Knowledge of computer: কম্পিউটার চালানো জানতে হবে। যদি Basic Computer Course সার্টিফিকেট থাকে তাহলে ভালো।

Knowledge of cycling: সাইকেল চালানো জানতে হবে।

Adequate means of livelihood

বয়সসীমা

তোমাদের বয়স (১৮-৪০) বছরের মধ্যে হতে হবে।

অর্থাৎ, মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে। এবং ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

Relaxation For Upper Age Limit

SC/ST = 5 Year

OBC= 3 Year

PWD = 10 Year

India Post Recruitment Apply Online

এবার তোমরা যারা আগ্রহী অবশ্যই তোমরা অনলাইনে আবেদন করতে পারো। অনলাইন আবেদন তিনটি ধাপে করতে হবে। যেমন –

  • Registration
  • Apply Online
  • Fees Payment

এবার, কিভাবে অনলাইন আবেদন করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।

India Post GDS Online Engagement Official Website
India Post GDS Online Engagement Official Website

GDS Online Registration

১) প্রথমত, GDS Online Engagement এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর, Step -1 Registration অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম সঠিকভাবে ফিলাপ করতে হবে যাবতীয় তথ্য দিয়ে। যেমন – নাম, জন্ম তারিখ, বাবার নাম, ঠিকানা, আধার নম্বর, মোবাইল নাম্বার, email ID, Gender, Circle, ইত্যাদি।

৩) তারপর, পাসপোর্ট সাইজের ছবি (50kb এর মধ্যে) এবং সিগনেচার (20kb এর মধ্যে) আপলোড করতে হবে।

Post office GDS Apply Online

৪) GDS Online Registration হওয়ার পর, Apply Online অপশনে এ ক্লিক করতে হবে। এবং Registration Number দিয়ে Login করতে হবে।

৫) Login করার পর, অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে সঠিক তথ্য দিয়ে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, Circle এর নাম, Post Preferences, ইত্যাদি।

৬) ফর্ম ফিলাপ হওয়ার পর Application Preview চেক করতে হবে এবং ফর্মটি সাবমিট করতে হবে।

GDS From Fill Up online 2025 Online Payment

৭) ফর্ম সাবমিট করার পর তোমাদের আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট Successful হওয়ার পর আবেদন ফর্মের ফাইনাল প্রিন্ট আউট বের করতে হবে যা পরবর্তীতে কাজে লাগবে।

এই Post Office GDS সংক্রান্ত আরো 
তথ্য পাওয়ার জন্য আমাদের Examhelpbangla(295k+) ইউটিউব চ্যানেল Follow করতে পারো।

GDS Application Fees

আবেদন মূল্য লাগবে ১০০ টাকা। যা অনলাইনে Credit Card, Debit card, Net banking, UPI ইত্যাদি যেকোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারো।

কারা বিনামূল্যে আবেদন করতে পারবে?

  • মেয়েদের ফর্ম ফিলাপের জন্য কোন টাকা লাগবে না।
  • SC/ST ক্যাটাগরি হলে টাকা লাগবে না।
  • PWD অর্থাৎ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের কোনো টাকা লাগবে না। বিনামূল্যে আবেদন করা যাবে।
  • Trans women হলে কোনো টাকা লাগবেনা।

Post office GDS 2025 Selection Procedure

তোমাদের আগেই বলেছি এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। এবার হয়তো তোমরা ভাবছো তাহলে কিভাবে এখানে সিলেকশন হবে? দ্যাখো, 10th পাশে পোস্ট অফিসে GDS চাকরি তে অনলাইন আবেদন করার পর তোমাদের মাধ্যমিক এর নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী মেরিট লিস্ট বের হয়। ওই মেরিট লিস্টে নাম থাকলে তোমাদের ডাকা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনে পাস করলেই তোমাদের চাকরি হয়ে যাবে।

তোমার মাধ্যমিকের যত বেশি নাম্বার থাকবে সিলেকশন হওয়ার চান্স তত বেশি হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, এখানে নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হয়। এবং ওই মেরিট লিস্ট অনুযায়ী ডাকা হয় ডকুমেন্টস ভেরিফিকেশনে।

নিচে আরো বিস্তারিতভাবে দেওয়া হলো –

  • Online Application
  • Application Shortlisted
  • Merit List Published
  • 1st Documents Verification
  • 2nd Documents Verification
  • Medical
  • Training (After Selection)
  • Joining

India Post GDS Result

এখানে অনলাইন আবেদন করার পর কিছুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়। অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হয়। India Post GDS Result প্রতিটি সার্কেল অনুযায়ী দেওয়া হয়ে থাকে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রতিটি সার্কেলের মেরিট লিস্ট এর কাট অফ আলাদা আলাদা হয়ে থাকে। তাই তুমি যে সার্কেল থেকে আবেদন করেছিলে ওই সার্কেলের জন্য মেরিট লিস্ট চেক করতে হবে, ওই লিস্টে তোমার নাম আছে কিনা।

WB GDS Merit List PDF

তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে অনলাইন আবেদন করবে, তোমাদের West Bengal সার্কেলের মেরিট লিস্ট ডাউনলোড করতে হবে। GDS Online Engagement এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে West Bengal Circle এ ক্লিক করে Shortlisted Candidates – Supplimentary List Download করতে হবে। তবে এখানে মিনিমাম ৪-৫ টি মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তোমাদের প্রথম লিস্টের নাম না থাকলে দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, চতুর্থ লিস্ট অবশ্যই চেক করে নেবে। WB GDS Merit List PDF ডাউনলোড করার পর তোমাদের Registration Number দিয়ে চেক করতে হবে তোমার নাম ওই লিস্টে আছে কিনা। লিস্টে নাম থাকলে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমার Post office এর Head Office এ গিয়ে Documents Verification করতে হবে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন কোন তারিখের মধ্যে করতে হবে ওই তারিখ মেরিট লিস্টের প্রথমেই দেওয়া থাকবে।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লিস্ট( GDS Required Documents)

মেরিট লিস্টে নাম আসার পর সবথেকে গুরুত্বপূর্ণ হলো ডকুমেন্টস ভেরিফিকেশন করা। মেরিট লিস্টের নাম আসার পরও ডকুমেন্টস ভুলের কারণে অনেকের Rejection আসে। তাই আগে থেকে সঠিক ডকুমেন্ট গুলি গুছিয়ে রাখতে হবে। যাতে কোনরকমে সমস্যা ছাড়াই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়।

এবার, Post office GDS Documents Verification এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে নিচে লিস্ট দেওয়া হলো।

  • Marksheet (মাধ্যমিক মার্কশিট)
  • Identity Proof (Aadhaar Card)
  • Date of birth Proof ( জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারো)
  • Medical Certificate
  • Computer Certificate ( যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ফটো ( ৩ কপি)
  • কাস্ট সার্টিফিকেট ( যদি SC/ST/OBC ক্যাটাগরি থেকে আবেদন করে থাকো)
  • PWD Certificate (যদি প্রতিবন্ধী হিসেবে আবেদন করে থাকো)
  • Transgender Certificate ( সবার জন্য নয়)

এই সমস্ত ডকুমেন্টস গুলি অরিজিনাল কপি নিয়ে যাবে। তার সাথে প্রতিটি ডকুমেন্টস দুই কপি করে জেরক্স নিয়ে যাবে।

GDS Salary ( বেতন মূল্য)

10th পাশে পোস্ট অফিসে GDS চাকরি পাওয়ার পর পোস্ট অনুযায়ী এখানে বেতন দেয়া হয়ে থাকে। তোমাদের আগেই বলেছি এখানে BPM, ABPM, Dak Sevak এই তিনটি পোস্ট রয়েছে। এই তিনটি পোস্টে আলাদা আলাদা বেতন দেওয়া হয়। যেমন –

BPM = 12000- 29380 টাকা

ABPM = 10000- 24470 টাকা

Dak Sevak= 10000- 24470 টাকা

এখানে TRCA (Time Related Continuity Allowance) অনুযায়ী বেতন দেওয়া হয়।

2025 সালে কি জিডিএস নিয়োগ হবে?

হ্যাঁ, ২০২৫ সালের শুরুতেই একবার নিয়োগ হয়ে গেছে। আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে।

Will there be gds recruitment in 2025?

yes, New notification Published Very Soon

GDS এর পুরো নাম কি?

Gramin Dak Sevak – গ্রামীণ ডাক সেবক

GDS Online Engagement Official Website
More Latest JobsRead More
Sarkari YojanaMore Details
Examrasta Official WebsiteVisit Here

Spread the love

Leave a Comment