যুবশ্রী প্রকল্প – প্রতি মাসে ১৫০০ টাকা| কিভাবে আবেদন করবেন?

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে যার মধ্যে একটি যুবশ্রী প্রকল্প।যাকে আমরা বেকার ভাতা নামেও চিনি। এই প্রকল্প ২০১৩ সালে যুব উৎসাহ নামে চালু করা হয়েছিল। যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করলে প্রতি মাসে বেকার যুবকদের ১৫০০ দেওয়া হয়। তবে সঠিকভাবে আবেদন করতে হবে। এখন নতুন নিয়মে নতুনভাবে আবেদন করলে প্রতি মাসে টাকা পেতে পারেন।

যুবশ্রী প্রকল্প কি?

বেকার যুবকদের আর্থিক সহায়তা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রম দপ্তরের  তরফ থেকে চালু করা হয়েছে এই যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার যুবক-যুবতীরা একটি স্কিল শিখে যাতে Career গড়তে পারেন।

তার জন্য এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০  টাকা দেওয়া হয়ে থাকে। বেকার যুবক-যুবতী উভয়ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। প্রায় ১২ বছর ধরে এই প্রকল্পের আওতায় প্রচুর ছেলেমেয়ে প্রতি মাসে টাকা পাচ্ছেন। তাই আপনি যদি বেকার হয়ে থাকেন অবশ্যই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

তবে আবেদন করতে হলে আপনাদের কিছু শর্ত মেনে আবেদন করতে হবে যা নিচে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই পোস্টটি সঠিকভাবে পড়লে এই প্রকল্প সম্বন্ধে (A-Z) সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।

Yuvashree Prakalpa Official Website
Yuvashree Prakalpa Official Website

এই প্রকল্পের উদ্দেশ্য?

এই প্রকল্পের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য এটাই যে, বেকার ছেলে-মেয়েদের দক্ষতা উন্নয়নে আর্থিক সহায়তা করা। তারা যাতে এই সাহায্যের উপরে ভিত্তি করে একটি ভালো স্কিল কিংবা দক্ষতা শিখতে পারে। তাই, এই যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষমতা বৃদ্ধি করা। এবং দক্ষতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।

সম্পর্কিত পোস্ট

শ্রমশ্রী প্রকল্প কি? প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের কিছু নিয়মাবলী এবং কিছু শর্তাবলী রয়েছে যেগুলি মেনে আপনাকে আবেদন করতে হবে। আপনারা যাতে সহজ সরল ভাবে সমস্ত কিছু বুঝতে পারেন, তার জন্য নিচে পয়েন্ট টু পয়েন্ট এই প্রকল্পের যোগ্যতা নিয়ে আলোচনা করা হলো-

  • প্রথমত, এই প্রকল্পের আবেদন করতে হলে আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আপনাকে অবশ্যই Unemployed Job Seeker/ বেকার হতে হবে। আপনি যদি কোনো কাজ করছেন কিংবা চাকরি করছেন তাহলে এই প্রকল্পের আওতায় আপনি টাকা পাবেন না।
  • আপনার বয়সসীমা (১৮-৪৫) বছরের মধ্যে হতে হবে।
  • মিনিমাম আপনাকে অষ্টম(VIII) শ্রেণী পাস করতে হবে। তবে আপনার যদি উচ্চশিক্ষা (মাধ্যমিক , উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন) থাকে তবুও এখানে আপনি আবেদন করতে পারবেন।
  • আপনার নামে কোনো সংস্থা কিংবা কোনো ব্যাংকে কিংবা অন্য কোথাও লোন কিংবা আর্থিক সহায়তা নেওয়া যাবে না।
  • এবং সব থেকে গুরুত্বপূর্ণ  আপনাদের মাথায় রাখতেই হবে, এই প্রকল্পের জন্য আপনার পরিবারের যেকোনো একজনই সহায়তা কিংবা সুবিধা পাবেন। একের বেশি পরিবারের সদস্য আবেদন করলে এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে না।

কত টাকা ভাতা পাওয়া যাবে?

এখানে সহায়তার ভাতা টাকা হিসাবে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়। অর্থাৎ আপনি এক বছরে ১৮০০০ টাকা পেয়ে যাবেন।

আপনার দেওয়া ব্যাংক একাউন্টে এই টাকাটা দেওয়া হবে। তবে অবশ্যই একটা কথা বলে রাখি, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন আবেদন করার সময় ওই ব্যাংক একাউন্ট এর সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ডের লিংক করা থাকতে হবে। এবং আপনার ব্যাংক একাউন্ট এর সঙ্গে মোবাইল নাম্বার যোগ করা থাকতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

নতুন নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ যাবতীয় Documents আপনাকে অনলাইন আবেদন করার সময় সাবমিট করতে হবে।  কিংবা আপলোড করতে হবে। সঠিকভাবে ডকুমেন্টস গুলি আপলোড করলেই তবেই আবার আবেদন পত্রটি Accept করা হবে।

গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টস লাগবে কোন প্রমাণ হিসেবে নিচে আলোচনা করা হলো-

১) নাম এবং জন্ম তারিখের প্রমাণ: মাধ্যমিক Admit card/ মাধ্যমিক সার্টিফিকেট/ Transfer Certificate/ জন্ম সার্টিফিকেট ( যেকোনো একটি)

২) বসবাসের প্রমাণ (Proof of Residence): রেশন কার্ড/ ভোটার কার্ড/ Passport/ আধার কার্ড

৩) কাস্ট সার্টিফিকেট: জেনারেল ক্যাটাগরি হলে এইটা লাগবে না। SC/ ST/ OBC ক্যাটাগরি হলে আপনাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে।

৪) Education Qualification: শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে – মার্কশিট/ সার্টিফিকেট (আপনার যে যোগ্যতা রয়েছে)

৫) Physically Challenged: যারা প্রতিবন্ধী (৪০% এর বেশি) তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে হবে।

৬) আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে With Signature. (৫০০ kB এর মধ্যে আপলোড করতে হবে Jpg, JPEG ফরম্যাটে) (নির্দিষ্ট সাইজের মধ্যে খুব সহজেই ছবি Resize করুন Formmate App দিয়ে)

৭) এবং একটি CV/ Biodata তৈরি করে আপলোড করতে হবে ২০০ kB এর মধ্যে। (Doc, docs file)

Formmate App দিয়ে Free তে একটি Biodata তৈরি করে নিতে পারেন। তবে Biodata তৈরি করার পর ওই PDF টি Covert করে doc/docs  file করে নেবেন।

Photo & Biodata বাদে আর সমস্ত কিছু Documents গুলো  20 KB – 100 KB এর মধ্যে আপলোড করতে হবে।

কিভাবে আবেদন করবেন?

যুবশ্রী প্রকল্পের আবেদন করতে হলে সবার প্রথম আপনাকে Employment Bank এ Exchange Card এর জন্য আবেদন করতে হবে।

Employment Bank এ আপনার নাম উঠলে Massage আসবে। প্রতি বছর যুবশ্রী তালিকা যে লিস্ট প্রকাশ করা হয়। লিস্টের ওই নামগুলো এই Employment Bank এর তালিকাভুক্ত নামগুলোর থেকে নেওয়া হয়। তাই সবার প্রথম আপনাকে Employment Bank এ আবেদন করতে হবে। এবং নাম তুলতে হবে। নিচে বিস্তারিত Steps গুলি আলোচনা করা হলো-

Yuvashree Scheme Online Apply Steps

  • ১. প্রথমে YUVASHREE Portal এ যান। (https://employmentbankwb.gov.in)
  • ২. ডানদিকে New Enrolment Job Seeker অপশনে ক্লিক করুন। Terms of condition পড়ে নিচে চেক মার্ক ✔️ করে Accept & Continue অপশনে ক্লিক করুন।
  • ৩. ফর্ম টি খুলে যাবে, এবার আপনাকে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে।
Yuvashree Scheme Online Application Form
Yuvashree Scheme Online Application Form

  • ৪) এখানে মোট ৯ টি ধাপে আপনাকে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। নিচে প্রতিটি ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

Personal Information: এখানে আপনাকে নাম, বাবার নাম, জন্ম তারিখ, Gender, Relegion, লিঙ্গ, Marital status, ইত্যাদি information দিতে হবে।

Contact Information: আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, আধার নাম্বার দিন।

Education Details: আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে Data Input করুন।

Language (ভাষা): আপনি কি কি ভাষা জানেন, এবং ওই ভাষায় লিখতে, পড়তে, কথা বলতে জানলে ওইগুলো সিলেক্ট করুন।

Physical Measurement: আপনার উচ্চতা (Height ) কত, আপনার ওজন(Weight )কত, Chest in CM এইগুলি দিন।

Upload Photo & CV: আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং একটি বায়োডাটা এখানে আপলোড করতে হবে।

Experience Details: আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে ইনপুট করুন। আর Experience না থাকলে এই ঘরটি ছেড়ে দিন।

Additional Information: Proof of Residence (Aadhar Card, Voter ID, Passport, Ration Card) হিসাবে যেকোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করুন। যে ডকুমেন্ট সিলেক্ট করবেন ডানদিকে ওই ডকুমেন্টস এর নাম্বার দিন।

  • ৫) এবার নিচে দেওয়া Sequrity Code টি লিখুন এবং Terms of Condition চেক মার্ক ✔️ করে SUBMIT অপশনে ক্লিক করুন।

Yuvashree Prakalpa Application Form Documents
Yuvashree Prakalpa Application Form Documents Upload Section
  • ৬) পরবর্তী পেজ খুলবে এখানে সমস্ত কিছু তথ্য গুলি একবার যাচাই করুন এবং নিচের দিকে সমস্ত ডকুমেন্টস আপলোড করুন। কি কি ডকুমেন্টস লাগবে? কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে? উপরে দেওয়া আছে দেখুন।
  • ৭) All Documents Upload করার পর নিচের দিকে Submit অপশন এ ক্লিক করুন আপনার  ফর্ম টি Successfully Submit হয়ে যাবে।
  • ৮) এবার আপনার ফর্মটি Employment Exchange অফিসে যাচাই করা হবে। এবং সমস্ত কিছু ঠিক থাকলে আপনাকে Username and Password মোবাইল নাম্বার এ পাঠানো হবে।

কি কি সুবিধা পাবেন?

এই বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করলে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়।

আর্থিক সহায়তা: আপনার নাম যুবশ্রী তালিকায় উঠার পর আপনি প্রতিমাসে ১৫০০ টাকা পাবেন। এবং প্রতি বছর ১৮০০০ টাকা পাবেন।

কর্মসংস্থান এর সুবিধা: Employment Exchange অফিস থেকে বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী।

Skill শেখার সুযোগ: বেকার যুবকদের যে প্রতি মাসে টাকা দেওয়া হয় ওইটা দিয়ে একটি Skill শেখার সুযোগ রয়েছে।

কিভাবে টাকা দেওয়া হবে?

এই প্রকল্পের আওতায় টাকা দেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। যেমন –

  • প্রথমেই আপনাকে Employment Bank এর অফিশিয়াল ওয়েবসাইটে যুবশ্রী প্রকল্প এর জন্য আবেদন করতে হবে।
  • আপনার আবেদন পত্রটি Employment Exchange Office এ যাচাই করা হবে।
  • আবেদন পত্রটি Approved হলে Employment Exchange Office থেকে Temporary Username and password দেওয়া হবে।
  • যখন আপনার নাম যুবশ্রী তালিকায় আসবে, তখন আপনি টাকাটা পাবেন প্রতি মাসে। এই যুবশ্রী তালিকার লিস্ট Employment Bank এর Official ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আপনাদের অবশ্যই চেক করে রাখতে হবে আপনার লিস্টে নাম এসেছে কিনা।
  • যুবশ্রী List এ আপনার নাম এলে আপনাকে Annexure I এবং Annexure II Submit করতে হবে। তবে টাকাটা পাবেন।

 

Yuvashree Annexure I, Annexure II Form

আপনার নাম যুবশ্রী তালিকায় আসার পর Annexure I and Annexure II জমা করতে হবে।সঠিক সময়ের মধ্যে submit না করলে, আপনি টাকা পাবেন না। তাই এই দুটি ফর্ম সাবমিট করা খুবই গুরুত্বপূর্ণ। তাই কখন, কিভাবে এই ফর্ম গুলি সাবমিট করবেন নিচে আলোচনা করা হলো।

Annexure I: যুবশ্রী প্রকল্প এর Waiting List এ আপনার নাম আসার পর, আপনাকে Annexure I ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে। এবার এই ফর্ম জমা দেওয়ার তারিখ অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন। ওই নির্দিষ্ট তারিখের মধ্যে Official Website এর Online এ এই Annexure I Submit করে Print out বের করুন। এবং ওই Print out আপনার নিকটবর্তী Employment Exchange Office এ জমা করতে হবে।

Annexure II: এই ফর্ম টি মূলত আপনার Bank account Details জমা দেওয়ার ফর্ম। Annexure I এর Print out এর সাথে Annexure II এবং Bank account, All Documents নিয়ে আপনার Nearest Employment Exchange Office এ Validation এর জন্য Submit করতে হবে।

ওপরের এই দুটি ফর্ম এবং যাবতীয় ডকুমেন্টস জমা করার পর আপনি যদি এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার যোগ্য হন অবশ্যই আপনি প্রতি মাসে টাকা পেয়ে যাবেন।

Annexure III: এই যুবশ্রী প্রকল্পের আওতায় আপনি যখন টাকা পাবেন, তখন প্রতি ৬ মাস অন্তর আপনাকে টাকা খরচের প্রমাণ হিসাবে অর্থাৎ আপনি যে ওই টাকাটা একটি কোর্সে লাগিয়েছেন কিংবা কোন স্কিল শিখছেন এরকম প্রমাণ দিয়ে আপনাকে Annexure III Submit করতে হবে। এবার এই Annexure III কখন জমা করতে হবে আপনার মোবাইলে SMS আসবে কিংবা আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

Yuvashree Prakalpa Status Check(যুবশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক)

অনলাইনে আবেদন করার পর আপনি চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে পারেন। কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে নিচে আলোচনা করা হলো-

Yuvashree Prakalpa Status Check Online

১) প্রথমে Employment Bank এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

২)  VIEW STATUS IN FINAL WAITING LIST OF YUVASREE এই অপশনে ক্লিক করুন।

৩) আপনি যে আবেদন করার পর Acknowledgement Slip পেয়েছেন ওইখানে দেখবেন একটি Temporary Username দেওয়া আছে। ওইটা Job Seeker ID এর জায়গায় বসান।

৪) Sequrity Code বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে আপনার স্ট্যাটাস দেখাবে।

যুবশ্রী প্রকল্প লিস্ট (Yuvashree Prakalpa List Download)

এই প্রকল্পের লিস্ট প্রতি মাসে প্রকাশ করা হয় না, নির্দিষ্ট সময় অন্তর Quota পূর্ণ হলে প্রকাশ করা হয়। এবার ৬ মাস অন্তর লিস্ট আসতে পারে, আবার ৮ মাস পর আসতে পারে।

Yuvashree Prakalpa List প্রকাশ হলে ওয়েবসাইট এ আপনি চেক করতে পারেন।

VIEW YUVASREE NEW WAITING LIST এখানে ক্লিক করে আপনি লিস্ট ডাউনলোড করতে পারেন। এবং আপনার নামটি আছে কিনা আপনি খুব সহজেই চেক করতে পারেন।

Frequently Asked Questions

Yuvashree Prakalpa কি?

রাজ্যের Unemployed/বেকারদের Skill Training দেওয়ার জন্য প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা করা হয়।

এই প্রকল্পের আওতায় কত টাকা দেওয়া হয়?

প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়। তবে প্রতি ৬ মাস অন্তর Annexure III Submit করতে হবে, Skill শেখার প্রমাণ হিসেবে।

Yuvashree Prakalpa Annexure I ফর্ম কি?

যুবশ্রী প্রকল্প Waiting List এ না আসার পর টাকা পাওয়ার জন্য Annexure I ফর্ম Employment Bank এর অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইন এ Submit করতে হয়।

Annexure II ফর্ম টি কি?

এই ফর্মটি হল ব্যাংক অ্যাকাউন্ট জমা দেওয়ার ফর্ম।এই Annexure II Form,  Annexure I ফর্মের Print out এর সঙ্গে জমা দিতে হয়।

Conclusion

তাই শেষ কথা এটাই যে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করার জন্য, স্কিল শেখার জন্য তাদের প্রতিমাসে আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্য দিয়ে প্রতি মাসে ১৫০০  টাকা পাওয়া যায়। তাই আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনি যদি একটি কাজ খুঁজছেন অবশ্যই এই যুবশ্রী প্রকল্পের আওতায় নাম লেখাতে পারেন। আশা করছি এই পোষ্টের মাধ্যমে দেওয়া সমস্ত কিছু তথ্য আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কিংবা কোন কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।।

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প: বিস্তারিত জানুন

আমাদের Official ওয়েবসাইট: Visit করুন


Spread the love

Leave a Comment