কেন্দ্র সরকারের চাকরি -সেরা পাঁচটি পরীক্ষা- এখুনি প্রস্তুতি নিন

Spread the love

আমাদের দেশের মধ্যে ভিন্ন ভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে। যার জন্য প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং পরীক্ষায় বসেন। তবে এমন কিছু সেরা কেন্দ্র সরকারের চাকরি এর পরীক্ষা রয়েছে, যার জন্য অনেক ছাত্র-ছাত্রীরা স্বপ্ন দেখে থাকেন। কারণ এখানে সম্মান ও পদমর্যাদার সাথে সাথে , বেতন মূল্য ও খুব ভালো রয়েছে।

কেন্দ্র সরকারের চাকরি

Central Goverment কিংবা কেন্দ্র সরকারের চাকরির আশা সবাই করে থাকেন। কারণ এখানে একবার চাকরি পেলে আপনার ভালো বেতনের সঙ্গে সঙ্গে, স্থায়ীত্ব রয়েছে। কেন্দ্র সরকারের অধীনে চাকরি পেলে বেতনের সাথে সাথে Dearness Allowances, TA, House Rent Allowance, Etc সুযোগ-সুবিধা পাওয়া যায়। তবে যোগ্যতা অনুযায়ী আপনি এই সমস্ত চাকরি গুলির জন্য প্রস্তুতি নিতে পারেন এবং আবেদন করতে পারেন।

তাই আপনাদের সুবিধার্থে আজকের এই পোষ্টের মাধ্যমে কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ সেরা ৫ টি চাকরি নিয়ে আলোচনা করবো। যেখানে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনি কোন চাকরির জন্য প্রস্তুতি নেবেন, আপনি কোন চাকরির জন্য Eligible, এবং কোন চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, ইত্যাদি।

সম্পর্কিত পোস্ট

মাধ্যমিক পাশেই সরকারি চাকরি|সেরা ১৫ টি চাকরি।

কেন্দ্র সরকারের চাকরি গুলির মধ্যে সেরা ৫টি চাকরির জন্য বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-

ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা (UPSC Civil Services Examination – CSE)

এটি ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং চ্যালেঞ্জিং পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে আপনি আইএএস (IAS), আইপিএস (IPS), আইএফএস (IFS) সহ কেন্দ্রের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রশাসনিক ও কূটনৈতিক পদে কেন্দ্র সরকারের অধীনে চাকরি পাবেন । যেখানে সমাজে অপরিসীম সম্মান, বিশাল দায়িত্ব এবং সার্ভিসের সুযোগ রয়েছে। তার জন্য অনেকের Dream হয়ে থাকে IPS, IAS অফিসার হওয়া।

UPSC Civil Service Examination

যোগ্যতা কি দরকার?

শিক্ষাগত যোগ্যতা: আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, যেকোনো সাবজেক্টে , যেকোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করতে হবে। তবেই আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। এবং এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বয়স সীমা: (২১-৩২) বছর। তবে SC/ST/OBC এবং Reserved Category থেকে Belong করলে Upper Age Limit এ ছাড় পেয়ে যাবেন।

পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)

যেকোনো পরীক্ষায় সফল হতে গেলে ওই পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সমন্ধে স্পষ্ট ধারণা থাকা দরকার। আপনাদের সুবিধার্থে নিচে পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করা হলো-

Civil Services Examination (CSE)

UPSC Civil Services Exam এর জন্য এখানে তিনটি ধাপে মূলত পরীক্ষা নেওয়া হয়-

প্রিলিমিনারি:(বাধ্যতামূলক)

দুটি অবজেক্টিভ পেপার (General Studies ও CSAT – যৌক্তিকতা ও বেসিক গণিত)।

Mains পরীক্ষা (বর্ণনামূলক)

৯টি পেপার (ভাষা, নৈতিকতা, সাধারণ স্টাডিজ – ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, পরিবেশ; দুটি ঐচ্ছিক বিষয়)।

ইন্টারভিউ/Interview (ব্যক্তিত্ব পরীক্ষা)

Prelims, এবং Mains পরীক্ষায় পাশ করলে আপনাদের তৃতীয় ধাপে হবে ইন্টারভিউ। যেখানে আপনার জেনারেল নলেজ, উপস্থিত বুদ্ধি, Speaking Power, ইত্যাদি যাচাই করা হয়। Interview  ২৭৫ নাম্বারের হয়ে থাকে।

আপনারা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চান অবশ্যই এই পরীক্ষা আপনি বাংলা ভাষায় দিতে পারবেন। তবে ইংরেজি সাবজেক্ট বাদে আর সমস্ত বিষয়গুলি বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায়। তার জন্য যখন ফর্ম ফিলাপ করবেন, তখন আপনাদের পছন্দ অনুযায়ী ভাষা সিলেক্ট করতে হয়।

কিভাবে প্রস্তুতি নেবেন?

NCERT-এ শক্ত ভিত্তি:(৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণি) ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান।

দৈনিক সংবাদপত্র ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন: দৈনিক সংবাদপত্র এবং প্রতি মাসে বের হওয়া কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন পড়লে আপনাদের জেনারেল নলেজ বাড়বে এবং Concept Base তৈরি হবে।

সিলেবাস ডিপথ স্টাডি: দুটি ঐচ্ছিক বিষয় বুদ্ধিমত্তার সাথে বেছে নিন।

লেখার Practice: মেইনস পরীক্ষার জন্য নিয়মিত রচনা ও উত্তর লেখার অভ্যাস। লেখার অভ্যাস করলে পরবর্তীতে আপনার পরীক্ষার সময় কাজে লাগবে।

মক টেস্ট ও পূর্ববর্তী বছরের প্রশ্ন: পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়? নাম্বার Pattern কিরকম থাকে এবং কোন কোন সাবজেক্ট এর কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে? এই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য Previous year Question paper Solved করুন।

এবং আপনার প্রস্তুতি কতটা এগিয়েছে, আপনি কত কম সময়ের মধ্যে লিখতে পারছেন এই সমস্ত কিছু যাচাই করার জন্য আপনাকে মক টেস্ট দিতেই হবে। যত বেশি মক টেস্ট দিবেন আপনার প্র্যাকটিস ততই ভালো হবে।

তাই IPS, IAS অফিসার হওয়া সহজ নয়। আবার অসম্ভব ও নয়। তবে সঠিকভাবে চেষ্টা করলে, পরিশ্রম করলে, Pure Dedication থাকলে, Hard Work করলে অবশ্যই পারবেন। Be Motivated.

SSC CGL পরীক্ষা (SSC Combined Graduate Level – CGL)

Staff Selection Commission অর্থাৎ SSC বোর্ডের দ্বারা প্রতিবছর ভিন্ন ভিন্ন চাকরির জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়। যার মধ্যে অন্যতম সেরা চাকরি হলো SSC CGL অর্থাৎ Combined Graduate Level Examination. এই পরীক্ষা দিয়ে কেন্দ্র সরকারের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের(CBI, আয়কর বিভাগ, CBDT, Customs, CBEC ) মধ্যে ভিন্ন ভিন্ন Group B & Group C পোস্টে আপনারা চাকরি পেতে পারেন। পদগুলোর মধ্যে রয়েছে অডিটর, ইন্সপেক্টর, অ্যাকাউন্ট্যান্ট, SI (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস) ইত্যাদি।

SSC Combined Graduate Level Examination

যোগ্যতা কি দরকার?

শিক্ষাগত যোগ্যতা: CGL পরীক্ষার ফর্ম ফিলাপ করার জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে, মিনিমাম নাম্বার পেয়ে।

বয়স সীমা: SSC CGL Vacancy এর মধ্যে ভিন্ন ভিন্ন প্রায় ৩৫-৩৭ ধরনের পোস্ট থাকে। তাই প্রতিটি পোস্ট অনুযায়ী এখানে বয়স সীমা আলাদা আলাদা থাকে। তবে আপনার যদি বয়স মিনিমাম ১৮ বছর হয়ে থাকে, আপনি এখানে আবেদন করতে পারবেন।

পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)

এই পরীক্ষা মোট দুটি ধাপে নেওয়া হয়। Tier 1 এবং Tier 2.

Tier 1 পরীক্ষা: ২০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হয়।

অবজেক্টিভ (সাধারণ বুদ্ধিমত্তা, সাধারণ সচেতনতা, পরিমাণগত দক্ষতা, ইংরেজি বোধগম্যতা)।

Tier 2 পরীক্ষা:

অবজেক্টিভ (পরিমাণগত দক্ষতা, ইংরেজি ভাষা ও বোধগম্যতা, পরিসংখ্যান/অর্থসংস্থান ও অর্থনীতি – পদের উপর নির্ভর করে)।

Tier 2 পরীক্ষার দুটি পেপার: A) পেপার-১ B) পেপার -২

পেপার গুলি আবার সেকশন অনুযায়ী বিভক্ত করা হয়েছে। নিচে ছবির মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবেন।

SSC CGL Tier 2 Details Exam Pattern

কিভাবে প্রস্তুতি নেবেন?

সিলেবাস এবং টপিক অনুযায়ী পড়াশোনা: গণিত (কোয়ান্ট), যুক্তি (রিজনিং), ইংরেজি গ্রামার ও ভোকাবুলারি, জেনারেল অ্যাওয়ারনেস (স্ট্যাটিক ও কারেন্ট)।

নিয়মিত প্র্যাকটিস: পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে।

পূর্ববর্তী বছরের প্রশ্ন: নাম্বার প্যাটার্ন ও গুরুত্বপূর্ণ টপিকস বুঝতে Previous year Question paper Solved করুন।

Writing প্র্যাকটিস: যেহেতু এখানে সাবজেক্ট গুলির মধ্যে লেটার রাইটিং একটি পার্ট ,তাই অবশ্যই আপনাকে লেখা প্র্যাকটিস করতে হবে । এবং এই প্র্যাকটিস থাকলে পরবর্তীতে আপনি টাইমের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে পারবেন।

 

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা (RRB Exams – NTPC, Group D,etc)

ভারতীয় রেলওয়ে বিশ্বের বৃহত্তম Recruitment Agency. প্রতিবছর কয়েক লক্ষ শূন্যপদের জন্য এখানে ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। RRB Exam গুলোর মধ্যে নিচে কয়েকটি সেরা চাকরি নিয়ে আলোচনা করা হলো-

Railway Recruitment Board Conducting Popular Exams List

RRB NTPC: কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, ক্লার্ক, জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।

রেলের Group D: ট্র্যাক মেইন্টেন্যান্স, পোর্টার, হেল্পার ইত্যাদি।

Railway JE : (জুনিয়ার ইঞ্জিনিয়ার):** টেকনিক্যাল পদ।

রেলওয়ে ALP : (Assistant Loco Pilot): ট্রেন চালনার গুরুত্বপূর্ণ পদ।

RPF Exam: constable & Sub Inspector পোস্ট

যোগ্যতা কি দরকার?

শিক্ষাগত যোগ্যতা : আপনি যে পোস্টে আবেদন করবেন ওই পোস্ট অনুযায়ী যোগ্যতা নির্ভর করে যেমন-

RRB NTPC: এই পরীক্ষার জন্য আবেদন করলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে স্বীকৃত বিদ্যালয় থেকে।

RRB Group D: আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে। তবে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে 10th+ ITI পাশ যোগ্যতায় আবেদন করা যায়।

RPF constable: শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করা যায়।

RPF Sub Inspector: যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় আবেদন করা যায়।

পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)

এখানে যেহেতু আমি রেলের ভিন্ন ভিন্ন পোষ্টের কথা বলছি, তার জন্য পরীক্ষার Pattern ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে সাধারণভাবে রেলের পরীক্ষার চাকরির জন্য আবেদন করলে যে সমস্ত Steps থাকে নিচে আলোচনা করা হলো-

CBT 1 পরীক্ষা: Computer Based Test (CBT) – সাধারণ সচেতনতা, গণিত, সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি, সাধারণ বিজ্ঞান।

CBT 2 পরীক্ষা: (উচ্চতর পদের জন্য) – সব পোস্টে CBT 2 পরীক্ষা দিতে হয় না। যেমন – RPF Constable, RRB Group D, etc. তবে কিছু উচ্চতর পোস্ট রয়েছে যেখানে CBT 2 পরীক্ষা দিতে হয়।

Skill/অ্যাপটিটিউড টেস্ট: (ALP, টেকনিশিয়ান পদের জন্য)।

Documents Verification & Medical: পরীক্ষা এবং স্কিল টেস্ট হয়ে যাওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয় এবং মেডিকেল হয়।

 

কিভাবে প্রস্তুতি নেবেন?

Basic Concept Clear: গণিত, যুক্তি, বিজ্ঞান (ভৌত বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান)।

ভারতীয় রেলওয়ের জ্ঞান: ইতিহাস, সংগঠন, বর্তমান প্রকল্প, জোন ও ডিভিশন সম্বন্ধে ধারণা।

GK & Awareness : জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী, ক্রীড়া, পুরস্কার।

টেকনিক্যাল পদের জন্য: সংশ্লিষ্ট ডিপ্লোমা/ডিগ্রি বিষয়ের উপর গভীর জ্ঞান।

বিশাল কর্মসংস্থান, চাকরির নিরাপত্তা, ভ্রমণ সুবিধা, স্বাস্থ্য সুবিধা এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরে কাজের অভিজ্ঞতা।

 

ব্যাংকিং পরীক্ষা (IBPS PO, Clerk, SO,etc)

Public Sector ব্যাংকগুলোতে এবং SBI ব্যাংকে প্রোবেশনারি অফিসার (PO), ক্লার্ক, স্পেশালিস্ট অফিসার (SO) পদে নিয়োগের জন্য IBPS এবং State Bank of India পরীক্ষা পরিচালনা করে। ভালো বেতন, পারফরম্যান্স বোনাস, চাকরির নিরাপত্তা এবং ব্যাংকিং সেক্টরের চাকরির সুযোগ এর জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী আবেদন করে থাকেন।

যোগ্যতা কি দরকার?

IBPS কিংবা SBI এর দ্বারা পরিচালিত আপনি যেকোন পোষ্টে আবেদন করুন না কেন আপনাকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।

IBPS & SBI Examination

পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)

আপনি যে কোন পোস্টে আবেদন করুন মূলত এখানে পরীক্ষা মোট তিনটি ধাপে হয়ে থাকে।

Preliminary Exam: অবজেক্টিভ (ইংরেজি ভাষা, পরিমাণগত দক্ষতা, যুক্তিবাচক ক্ষমতা)।

Mains Exam: অবজেক্টিভ (জেনারেল/Financial Awareness , জেনারেল ইংলিশ, রিজনিং & কম্পিউটার অ্যাপটিটিউড, ডেটা অ্যানালিসিস & ইন্টারপ্রিটেশন) + ডেসক্রিপটিভ ইংরেজি টেস্ট।

Interview : চূড়ান্ত নির্বাচন।

কিভাবে প্রস্তুতি নেবেন?

টপিক অনুযায়ী পড়াশোনা: সিলেবাসের মধ্যে টপিক অনুযায়ী পড়াশোনা করুন। যেমন- Quantitive Aptitude, English, Reasoning, Etc.

জেনারেল/ব্যাংকিং/কারেন্ট অ্যাফেয়ার্স:ব্যাংকিং টার্মিনোলজি, জাতীয়-আন্তর্জাতিক ঘটনা, অর্থনীতি, বাজেট। ব্যাংকের চাকরি মানে আপনাকে অবশ্যই ব্যাংকিং নলেজ রাখতে হবে।

Computer Knowledge: অপারেটিং সিস্টেম, ইন্টারনেট, MS Office, নেটওয়ার্কিং বেসিক।

ব্যাংকের চাকরি অনেকের স্বপ্ন হয়ে থাকে। তাই আপনি যদি এই সমস্ত পোস্টে চাকরি পেতে চান অবশ্যই আজ থেকে প্রস্তুতি শুরু করুন।

গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE)

যদিও প্রাথমিকভাবে এম.টেক/এম.ই-তে ভর্তির জন্য, GATE স্কোর এখন কেন্দ্রীয় সরকারের PSUs (ONGC, IOCL, NTPC, BHEL, ISRO, DRDO ইত্যাদি) এবং গবেষণা সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারিং পদে সরাসরি নিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ বেতন (অনেক PSUতে CTC 12-18 LPA+), গবেষণা ও উন্নয়নের সুযোগ।

যোগ্যতা কি দরকার?

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।

Engineering, Technology, Architecture, Science এ Undergraduate 3rd Year এ পাঠরত হলেও আবেদন করা যাবে।

Post Graduate OR PG করা অবস্থায় কিংবা PG করার পরও আবেদন করা যাবে।

বয়সসীমা: There is No Age Limit. এখানে কোনো বয়সসীমা ধার্য করা হয় নি। আপনি যেকোনো বয়সেই এখানে আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন।

পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)

Conducting Body (IIT/IISc) অনুযায়ী একটু ভিন্ন হতে পারে, তবে মূলত যে ধরনের পরীক্ষা হয় নিচে বলা হয়েছে।

Computer Based Test: মোট ৬৫ টি প্রশ্ন করা হয় যার জন্য মোট ১০০ নাম্বার থাকে। সময় থাকে ৩ ঘন্টা।

প্রার্থী কর্তৃক নির্বাচিত ইঞ্জিনিয়ারিং/সায়েন্স সাবজেক্টে (যেমন: EE, ME, CS, EC, CE, IN ইত্যাদি) বিশদ জ্ঞান পরীক্ষা করা হয়। কিছু সাধারণ অ্যাপটিটিউড (ইঞ্জিনিয়ারিং ম্যাথস, জেনারেল অ্যাপটিটিউড) প্রশ্নও থাকে।

মার্কিং: MCQs এবং NAT (নিউমেরিক্যাল অ্যানসার টাইপ)।

কিভাবে প্রস্তুতি নেবেন?

Main সাবজেক্ট: নিজের বিষয়ের সমস্ত Core টপিক গুলো ভালোভাবে রপ্ত করুন।

সিলেবাস অনুসরণ: সংশ্লিষ্ট IIT/IISc এর অফিসিয়াল সিলেবাস ও রেফারেন্স বই অনুসরণ।

 প্র্যাকটিস ও মক টেস্ট: NAT টাইপ প্রশ্নে দক্ষতা ও সময় ব্যবস্থাপনার জন্য, প্রতিনিয়ত প্র্যাকটিস ও মক টেস্ট দিন। এখন ফ্রিতে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে মক টেস্ট দেওয়া যায়।

 Previous Year Question : প্রশ্নের ধরণ বোঝার জন্য অবশ্যই Previous year Question paper Solved করুন।

Top Level এর PSUs ও গবেষণা সংস্থায় চাকরির সরাসরি টিকিট, উচ্চতর পড়াশোনার পথ, বিশেষায়িত টেকনিক্যাল ক্যারিয়ার।

 

কেন্দ্র সরকারের চাকরি গুলোর জন্য প্রিপারেশন

1. স্ব-মূল্যায়ন : আপনার শিক্ষাগত যোগ্যতা, আগ্রহ, শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করুন। এবং সেই অনুযায়ী চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি শুরু করুন।

2. লক্ষ্য নির্ধারণ: কোন পরীক্ষা(গুলি) আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এবং আকর্ষণীয়? এইভাবে একটি Target Set করুন।

3.সিলেবাস ও প্যাটার্ন ডাউনলোড:সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট (UPSC.gov.in, ssc.nic.in, rrbcdg.gov.in, ibps.in, gate.iitkgp.ac.in ইত্যাদি) থেকে সর্বশেষ বিজ্ঞপ্তি, সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সংগ্রহ করুন। Latest Syllabus Follow করুন।

4.বাস্তবসম্মত স্টাডি প্ল্যান: দৈনিক, সাপ্তাহিক ও মাসিক টার্গেট সেট করুন। Dedication ,Practice, Hard work সাফল্যের চাবিকাঠি।

5.সঠিক স্টাডি ম্যাটেরিয়াল: মানসম্পন্ন Quality বই, ভালো অনলাইন কোর্স, নোটস বেছে নিন। কারেন্ট অ্যাফেয়ার্সে আপ টু ডেট থাকুন।

উপরের দেওয়া এই চাকরিগুলি বাদেও বিভিন্ন কেন্দ্র সরকারের চাকরিগুলি রয়েছে, যার জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন। যেমন –

  • CAT Exam (Common Admission Test
  • NDA Exam (National Defence Academy)
  • IIT JE Exam
  • NEET UG Exam
  • CLAT Exam ( Common Law Admission Test)
  • JEE Exam
  • AIIMS Exam

 

Frequently Asked Questions

কেন্দ্র সরকারের সেরা পাঁচটি চাকরি কি কি?

সেরা পাঁচটি চাকরি গুলির মধ্যে রয়েছে – UPSC Civil Service Exam, SSC CGL, RRB Exam, IBPS & SBI Bank Exam, GATE Exam.

What is the UPSC Civil Service Exam?

Civil services পরীক্ষা হলো কেন্দ্রীয় স্তরের একটি পরীক্ষা যে পরীক্ষায় পাশ করলে আপনি IAS, IPS অফিসার হতে পারবেন। তাছাড়া দেশের প্রশাসনিক স্তরে Higher Department এর মধ্যে ভিন্ন ভিন্ন পোস্টে চাকরি পাবেন।

SSC CGL পরীক্ষা কি?

SSC বোর্ডের দ্বারা পরিচালিত একটি কেন্দ্রীয় স্তরের পরীক্ষা যার মধ্য দিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে Group B & Group C অফিসার নিযুক্ত করা হয়।

কেন্দ্র সরকারের কোন চাকরির জন্য মাধ্যমিক পাশে আবেদন করা যায়?

Railway Group D, RPF Constable, SSC MTS, ইত্যাদি পরীক্ষা।

সরকারি চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে?

যেকোনো চাকরির জন্য প্রস্তুতি নিতে হলে আপনাকে সবার প্রথম ওই পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে ভালোভাবে বুঝতে হবে। সিলেবাস অনুযায়ী প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। এবং টাইম টেবিল তৈরি করতে হবে। বেশি বেশি পরিমাণে লেখা অভ্যাস করতে হবে এবং মক টেস্ট দিতে হবে।

Conclusion

শেষ কথা আপনাদের এটাই বলবো ,আপনি আপনার ইচ্ছেমতো আপনার আগ্রহ অনুযায়ী প্রস্তুতি নিন।আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট চাকরির জন্য প্রস্তুতি নিন। তবে আপনি যে কোন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন না কেন আপনাকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে। তাই একটি লক্ষ্য নির্ধারণ করুন, যে আমি এই চাকরির জন্য দুই বছর কিংবা তিন বছর টাইম দেবো। এর মধ্যে আমাকে চাকরি পেতেই হবে। আপনার চাকরির পথে সাফল্যের জন্য শুভকামনা রইল ।ধন্যবাদ।

গুরুত্বপূর্ণ ঘোষণা

যেকোনো চাকরির পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন সমস্ত কিছু সময়ের সাথে সাথে  পরিবর্তন হতে পারে। তাই আপনি যে সময় আবেদন করছেন ওই সময়কার latest Notification অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, এবং সমস্ত কিছু যাচাই করে নেবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Our Official Website: More Post

UPSC Official Website: Visit Here

SSC Official Website: Visit Here


Spread the love

Leave a Comment