SSC এর তরফ থেকে ৮ কেন্দ্রীয় বাহিনীতে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৩৯৪৮১ টি শূন্যপদে SSC GD Constable Recruitment 2024-25 এর জন্য। যেখানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থী অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবে ১৪ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করলে চাকরিটা কেন্দ্র সরকারের অধীনে হবে।
তাই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ, এই সুযোগ মিস করবেন না। আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা এই চাকরি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মোট শূন্যপদ:
এখানে ৮ কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ভিন্ন ভিন্ন পোস্ট অনুযায়ী শূন্যপদ গুলি ভাগ করার রয়েছে তবে এখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ রাখা হয়েছে ৩৯৪৮১টি।
- BSF(Boarder Security Force)= ১৫৬৫৪
- CISF(Central industrial Security Force)= ৭১৪৫
- CRPF(Central Reserve Police Force)= ১১৫৪১
- SSB(Sashastra Seema Bal)= ৮১৯
- ITBP(Indo Tibetan Boarder Police)= ৩০১৭
- AR(Assam Rifles)= ১২৪৮
- NCB(Narcotics Control Bureau)= ২২
- SSF(Secretariat Security Force)= ৩৫
বয়স সীমা:(০১-০১-২০২৫):
আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে সংখ্যালঘু প্রার্থীরা যেমন- SC/ST/OBC ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন।
Reserved Category Age Relaxation:
- SC/ST= 5 Year
- OBC= 3 Year
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে।
গুরুত্বপূর্ণ তারিখ:
SSC এর Official নোটিফিকেশন অনুযায়ী এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 05/09/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 14/10/2024 তারিখ পর্যন্ত।
- Window For Application Form Correction = 05/11/2024- 07/11/2024
- Tentative schedule of CBT Exam = January – February 2025
নিয়োগ পদ্ধতি/Selection Process:
SSC GD Constable ২০২৪-২৫ নিয়োগ প্রক্রিয়া মোট ৫টি ধাপে সম্পূর্ণ করা হবে।
1. Computer Based Exam
2. PST
3. PET
4. Document Verification
5. Medical Examination
Computer Based Exam (CBT)
এই পরীক্ষা ১৬০ নাম্বার এর নেওয়া হবে যার জন্য সময় মোট দেওয়া হবে ৬০ মিনিট। নিচে দেওয়া চারটি Subject অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
- General intelligence and Reasoning
- General knowledge and General Awareness
- Elementary Mathematics
- English/Hindi
পরীক্ষার ভাষা:
যে সমস্ত প্রার্থীরা SSC GD Constable New Vacancy 2024-25 এর জন্য ফর্ম ফিলাপ করবে, তারা ভিন্ন ভিন্ন ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এখানে English & Hindi ভাষা বাদে ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, যার মধ্যে বাংলা ভাষা ও রয়েছে।
আবেদন পদ্ধতি:(SSC GD Constable Apply 2024-25)
SSC.NIC.IN এই লিংকে ক্লিক করে আপনারা অফিসের ওয়েবসাইটে গিয়ে SSC GD Constable Recruitment 2024-25 এর জন্য অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা নতুন তাদের প্রথমবারের জন্য OTR(One Time Registration) করতে হবে। এবং তারপর লগইন করে আবেদন করতে হবে।
বেতন মূল্য/Salary:
- Pay Level -1(For NCB Post)= (18000-56900)
- Pay Level -3(All Other Post)= (21700-69100)
Important Links:
- Latest Govt Jobs: Visit
- Official Notice: Download Here
- SSC Official Website Link: Click Here
- Our Home Page: Visit