পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫|SSC Delhi Police Constable Recruitment 2025

Spread the love

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে SSC বোর্ডের তরফ থেকে ৭৫৬৫ টি পুলিশ কনস্টেবল পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার জন্য তোমরা সবাই ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন করলে কেন্দ্র সরকারের অধীনে তোমাদের চাকরি হবে। তাই এই SSC Delhi Police Constable Recruitment 2025 সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো। যাতে তোমাদের এই Job Vacancy নিয়ে সমস্ত কিছু বুঝতে সুবিধা হয়।

পোস্টের নাম

এখানে কনস্টেবল ভিন্ন ভিন্ন পোস্টে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। প্রতিটি পোষ্টের নাম নিচে আলোচনা করা হলো।

1. Constable (Exe) Male

2. Constable (Exe) Male- Ex-servicemen (others)

3. Constable (Exe) Male- Ex-servicemen(Comando)

4. Constable (Exe) Female

সম্পর্কিত পোস্ট

EMRS নিয়োগ 2025| কেন্দ্রীয় স্কুলে ভিন্ন ভিন্ন পোস্টে চাকরির সুযোগ

মোট শূন্যপদ ( Delhi Police Constable Vacancy 2025

দিল্লি পুলিশের কনস্টেবল পোস্টটি সব মোট মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৭৫৬৫ টি। নিচে প্রতিটি পোস্ট অনুযায়ী শূন্যপদ সংখ্যা দেওয়া হলো।

  • Constable (Exe) Male = 4408
  • Constable (Exe) Male- Ex-servicemen (others) = 285
  • Constable (Exe) Male- Ex-servicemen(Comando) = 376
  • Constable (Exe) Female = 2496

শিক্ষাগত যোগ্যতা

Delhi Police Constable Recruitment এর আবেদন করতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ(12th) করতে হবে। যেকোনো শাখা থেকে মিনিমাম নাম্বার পেয়ে পাশ করলেই হবে।

তবে 12th পাশের পাশাপাশি LMV (Light Motor Vehicle) লাইসেন্স থাকতে হবে। (motorcycle or Car)

বয়সসীমা( Delhi Police Constable Age Limit)

তোমাদের বয়স হতে হবে (১৮-২৫) বছরের মধ্যে। বয়স ক্যালকুলেশন করতে হবে ০১-০৭-২০২৫ তারিখ অনুযায়ী। অর্থাৎ তোমাদের জন্ম তারিখ যদি ০২-০৭-২০০০ থেকে ০১-০৭-২০০৭ তারিখের মধ্যে হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারো।

কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

SC/ST= 5 Years

OBC= 3 Years

তাছাড়াও Sportspersons, Departmental Candidates, Ex-servicemen হলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি( Delhi Police Constable Online Application Process)

তোমরা যারা Eligible তোমরা অনলাইনে আবেদন করতে পারো।

১) প্রথমত, তোমাদের SSC Official Website এ ভিসিট করতে হবে।

২) এবার Login/Register অপশনে ক্লিক করতে হবে। যদি তোমাদের Username and password না থাকে তাহলে New Registration অপশনে ক্লিক করতে হবে। এবং Registration করে নাও।

৩) রেজিস্ট্রেশন করার পর, Login করতে হবে। নিচের দিকে এসে Live Examination অপশনে Delhi Police Constable Recruitment 2025 এর পাশে Apply Now অপশন এ ক্লিক করুন।

৪) আবেদন ফর্মটি খুলে যাবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ক্যাটাগরি, পরীক্ষার সেন্টার, ভাষা, ইত্যাদি।

৫) তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে সঠিকভাবে। যেমন – ছবি,  সিগনেচার।

৬) এবার Application Preview চেক করার পর ফর্মটি সাবমিট করুন। এবং ক্যাটাগরি অনুযায়ী আবেদন কি পেমেন্ট করুন।

আবেদন ফি (Application fees)

এখানে আবেদন করার জন্য আবেদন ফি লাগবে ১০০ টাকা। এই আবেদনটি অনলাইনে পেমেন্ট করতে হবে। তবে Women/SC/ST/PWD/ex-servicemen হলে কোনো আবেদন মূল্য লাগবেনা।

সিলেকশন পদ্ধতি

SSC Delhi Police Constable Recruitment 2025 এর জন্য আবেদন করলে, তোমাদের মোট চারটি ধাপে সিলেকশন হবে। প্রথমে অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা নিয়ে হবে। তারপর, পরীক্ষায় পাশ করলে,PET( Physical Efficiency Test) এবং PMT (Physical Measurement Test) নেওয়া হবে। এবং PET & PMT তে পাস করার পর Medical Examination এ ডাক আসবে। আপনি শারীরিকভাবে সুস্থ কিনা চেক করা হবে। এবং সর্বশেষে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন।

  • CBT – Computer Based Test
  • PET & PMT
  • Medical Examination
  • Documents Verification

পরীক্ষার প্যাটার্ন ( Exam Pattern)

এখানে দিল্লি পুলিশের কনস্টেবল পোস্টে আবেদন করলে সবার প্রথম CBT পরীক্ষা নিয়ে হবে। এবার CBT পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে নিজেই আলোচনা করা হলো।

Delhi Police Constable CBT Exam Pattern
  • মোট ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • মোট সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট।
  • Objective Type এবং Multiple Choice প্রশ্ন করা হবে।

বেতন মূল্য ( Salary)

Pay Level-3 (₹ 21700- 69100/-) (Group ‘C’,)

এই Delhi Police Constable (Group -C) পোস্টে আবেদন করলে পে লেভেল ৩ অনুযায়ী বেতন হবে (২১৭০০ টাকা – ৬৯১০০ টাকা) টাকা পর্যন্ত।

এবার DA, HRA, TA, other Allowance নিয়ে প্রতিমাসে বেতন পাবেন প্রায় ৩৮০০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

Notification Release: 22/09/2025

আবেদন শুরুর তারিখ: 22/09/2025

আবেদনের শেষ তারিখ: 21/10/2025

Edit Window: 29/10/2025- 31/10/2025

CBT Exam Date: December 2025- January 2026

তাই তোমরা যারা পুলিশের চাকরি করতে চাও অবশ্যই এই Delhi Police Constable Recruitment 2025 এর জন্য আবেদন করতে পারো। তবে আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন চেক করে নেবে।

এই SSC Delhi Police Constable এর জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, নিচের ভিডিওটি দেখুন।

SSC Delhi Police Constable Online Form Fill Up 2025

▪️Official Notification: Download

▪️Official Website: Visit Here

▪️আরো চাকরির খবর: পড়ুন এখানে


Spread the love

Leave a Comment